John Barla

বাংলা ভাগ নিয়ে মন্তব্য, জন বার্লার বিরুদ্ধে দিনহাটায় অভিযোগ দায়ের তৃণমূলের

বাংলা ভাগ নিয়ে মন্তব্য, জন বার্লার বিরুদ্ধে দিনহাটায় অভিযোগ দায়ের তৃণমূলের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২৩:৫৫
Share:

জন বার্লা।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি তোলায় এ বার বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে দিনহাটায় দায়ের হল অভিযোগ। রবিবার সন্ধ্যে নাগাদ বার্লার বিরুদ্ধের অভিযোগ দায়ের করেন জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি জাকীরিয়া হোসেন। আলিপুরদুয়ারের সাংসদের মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Advertisement

অভিযোগকারী জাকীরিয়া হোসেন বলেন, ‘‘পার্লামেন্টের একজন সদস্য হয়ে, জনপ্রতিনিধি হয়ে উনি কী করে রাজ্য ভাগের কথা বলেন? উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই উন্নয়ন হচ্ছে। উনি কোথায় সন্ত্রাস দেখছেন? ওনার রাজ্য বিভাজনের মন্তব্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হতে পারে। তাই আমি ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে।’’ বার্লার বক্তব্যের সঙ্গে তিনি যে সহমত নন, তা বুঝিয়ে দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি অখণ্ড পশ্চিমবঙ্গেরই পক্ষে, রবিবারও তা পরিষ্কার জানিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। তবে বার্লার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে কোচবিহার জেলার বিজেপি সভানেত্রী মালতি রাভা রায় বলেন, ‘‘জাকীরিয়া বাবু যখন আইনের দ্বারস্থ হয়েছেন, তখন আইন আইনের মতো করেই চলুক। জন বার্লা কী বলেছেন, তা তদন্ত করে দেখা হোক। উনি উত্তরবঙ্গে বঞ্চিত মানুষের কথাই বলতে চেয়েছেন। ভোট পরবর্তী হিংসার কথা বলেছেন।’’ এ বিষয়ে বার্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন তোলেননি।

শনিবার কোচবিহারের একটি হোটেলে বিজেপি-র একটি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-র আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। সেখানেই বার্লা বলেন, ‘‘উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। বাংলাদেশে থেকে অনুপ্রবেশের কারণে চা বলয়ের বাসিন্দারা নিজেদের এলাকায় কাজ পাচ্ছেন না। তাঁদের ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে।’’ পাশাপাশি তিনি জানিয়ে দেন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণা করার সিদ্ধান্ত থেকে তিনি সরছেন না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন