Fire

ময়নাগুড়িতে পেট্রোল পাম্পের পাশের বাড়িতে আগুন, আতঙ্ক এলাকা জুড়ে

শুধু পেট্রোল পাম্পই নয় পাশেই একটি স্কুল এবং বাজার রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ হতে পারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৮:১৫
Share:

আগুনে আতঙ্ক ছড়াল ময়নাগুড়িতে। নিজস্ব চিত্র।

শীতের কুয়াশা ঢাকা সকালে ময়নাগুড়ি বাজারের একটি বিল্ডিংয়ে আগুন লাগায় জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনের খবর পেয়ে দমকল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিল্ডিংয়ের খুব কাছেই একটি পেট্রোল পাম্প থাকায় আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালেই ওই বিল্ডিংয়ের উপরের তলা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুধু পেট্রোল পাম্পই নয় পাশেই একটি স্কুল এবং বাজার রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ হতে পারত।

আগুন লাগার খবর পেয়েই কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনই বলা সম্ভব নয় তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement