চা বাগানে গণ্ডগোল, গুলি চালানোর নালিশ

চা বাগানের জমিতে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল ইসলামপুরে। রবিবার সকালে ইসলামপুরের গোবিন্দপুরের ঘটনা। অভিযোগ, এ দিন এলাকার একটি কোম্পানির চা বাগানে নিজেদের জমি রয়েছে বলে দাবি করে জমি চিহ্নিত করতে গিয়েছিলেন এলাকার বাসিন্দা তথা কংগ্রেসের সদস্য মহম্মদ মুসা-সহ তাঁর অনুগামীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৩
Share:

চা বাগানের জমিতে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল ইসলামপুরে। রবিবার সকালে ইসলামপুরের গোবিন্দপুরের ঘটনা। অভিযোগ, এ দিন এলাকার একটি কোম্পানির চা বাগানে নিজেদের জমি রয়েছে বলে দাবি করে জমি চিহ্নিত করতে গিয়েছিলেন এলাকার বাসিন্দা তথা কংগ্রেসের সদস্য মহম্মদ মুসা-সহ তাঁর অনুগামীরা। সেখানে বাধা দেন এলাকার তৃণমূলের সদস্যরা। গণ্ডগোলে গুলিও ছোড়া হয় বলে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যদিও পুলিশ গুলির বিষয়টি অস্বীকার করেছে। স্থানীয় সূত্রের খবর, ঘটনার সূত্রপাত বাগানের নৈশ প্রহরী ছাঁটাইকে কেন্দ্র করে। তিনজন নৈশ প্রহরীকে অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছিল। কংগ্রেস সদস্যদের অভিযোগ, প্রায় দশ মাস ধরে তাঁদের দুই সদস্যদের বেতন আটকে দেওয়া হয়। এমনকী তাঁদের ছাটাই করেও দেওয়া হয়। এই সবই তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন মহম্মদ মুসা। আইএনটিটিইউসির সদস্য তথা তৃণমূলের প্রাক্তন প্রধান মহম্মদ খলিল বলেন, ‘‘কংগ্রেসের কিছু লোক জমি দখল করছিল।’’ ২৫ বছরের পুরানো চা বাগানে কংগ্রেসের জমি কী করে থাকে তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। বাগানের ম্যানেজার কুমারেশ মণ্ডল বলেন, ‘‘চা বাগানের স্থায়ী নৈশ প্রহরী থাকায় অস্থায়ী নৈশ প্রহরীর প্রয়োজন নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন