Road Accident in Malda

খেলতে গিয়ে ছাদ থেকে পড়ল শিশু, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ‘ব্রেক ফেল’! মালদহে জখম পাঁচ

আহত শিশুটির নাম আয়াত খাতুন। ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে সে। তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আরও চার জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০
Share:

মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আহতেরা। —নিজস্ব চিত্র।

খেলতে খেলতে ছাদ থেকে পড়ে গিয়েছিল আড়াই বছরের শিশু। আহত শিশুটিকে মালদহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পরিবারের লোকজন। ব্রেক ফেল করে উল্টে যায় গাড়ি। তাতে আহত হয়েছেন শিশু-সহ মোট পাঁচ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায়। এখনও মালদহ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন সকলে। ওই খবর পেয়ে মালদহ মেডিক্যাল হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, আহত শিশুটির নাম আয়াত খাতুন। ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে সে। তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন ২৭ বছরের নুরিকা খাতুন, ২২ বছরের জৈনাব খাতুন, ৪৪ বছরের ফরিদা বিবি এবং ২০ বছরের তেজাল তসলিম।

স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, “আমার বিধানসভা এলাকার একটি বাচ্চা খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। ট্যাক্সি করে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসার পথে আর একটি দুর্ঘটনা হয়। ট্যাক্সি ব্রেক ফেল করে উল্টে যায়। মোট পাঁচ জন আহত হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement