এক দিনের ফুটবল অনুষ্ঠিত হল শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ির প্রধাননগরের মার্গারেট স্কুলের মাঠে এই প্রতিযোগিতা হয়। ডেকরেটার্স অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সংগঠনের সম্পাদক গোপাল সরকার জানান, প্রতিয়োগিতার এবারে ১৩ তম বর্ষ। বিজয়ী দল পেয়েছে লক্ষ্মীরানী বিশ্বাস মেমোরিয়াল উইনার্স রানিং ট্রফি এবং রানার্স দল পেয়েছে সুনীল কুমার পাল মেমোরিয়াল রানার্স রানিং ট্রফি। বহু ক্লাব প্রতিযোগিতায় যোগ দেয়।