আজ মিছিল কলকাতায়

কলকাতা থেকে পড়ুয়ারা জানিয়েছে, তাঁদের আন্দোলনস্থল আকাদেমির সামনে থেকে বেলা দুটোয় মহামিছিল শুরু হবে এবং তা যাবে রাজভবনের দিকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৪০
Share:

ফাইল ছবি।

দাবি আদায়ে আজ, বৃহস্পতিবার কলকাতার রাজপথে মহামিছিল করবে মালদহের গনি খান চৌধুরী নামাঙ্কিত ইঞ্জিনিয়ারিং কলেজের (জিকেসিআইইটি) পড়ুয়ারা। কলকাতা থেকে পড়ুয়ারা জানিয়েছে, তাঁদের আন্দোলনস্থল আকাদেমির সামনে থেকে বেলা দুটোয় মহামিছিল শুরু হবে এবং তা যাবে রাজভবনের দিকে। মিছিল থেকেই পাঁচ জন ছাত্র প্রতিনিধি বিকেল চারটেয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করবেন। মহামিছিলে তাঁরা তো বটেই, এমনকি কলকাতা ও সংলগ্ন একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও বিশিষ্ট জনেরাও হাঁটবেন। মিছিল যদি মাঝপথে আটকে দেওয়া হয়, তবে তাঁরা সেখানেই দাবি নিয়ে সোচ্চার হবেন বলে জানান পড়ুয়ারা। মহামিছিলকে সফল করতে বুধবার পড়ুয়ারা কলকাতায় প্রচার চালান। এ দিকে, মিছিলে অংশ নিতে এ দিন মালদহ থেকেও অনেক ছাত্রছাত্রী কলকাতায় রওনা হয়েছেন।
জিকেসিআইইটি থেকে মডিউলার প্যাটার্নে উত্তীর্ণ পড়ুয়াদের সার্টিফিকেট প্রদান ও ল্যাটারাল এন্ট্রি করে বি-টেকে ভর্তির ব্যবস্থার দাবিতে মালদহ কলেজ চত্বরে পড়ুয়ারা গত ২৩ জুলাই থেকে অবস্থান আন্দোলন চালাচ্ছেন। এ দিন তাঁদের আন্দোলন ৪৬ দিনে পড়ল। এ দিনও কলেজে আন্দোলন চালিয়ে গিয়েছে তাঁরা। অন্য দিকে, কলকাতার আকাদেমি চত্বরে গত ১০ অগস্ট থেকে পড়ুয়াদের একাংশ অবস্থান চালিয়ে যাচ্ছেন।
এদিকে, জিকেসিআইইটি সূত্রে খবর, ছাত্রেরা যে দাবিতে আন্দোলন চালাচ্ছেন, তার অধিকাংশই মিটে যেতে চলেছে। এ ব্যাপারে ২৩ অগস্ট কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশনও করা হয়েছে। কলেজ সূত্রে খবর, নোটিফিকেশনে বলা হয়েছে, এই কলেজে যে ২-২-২ মডিউলে সার্টিফিকেট, ডিপ্লোমা ও বি-টেক কোর্স করানো হচ্ছে তাতে ২ বছরের সার্টিফিকেট ও দু’বছরের ডিপ্লোমা কোর্স শেষে যে সার্টিফিকেট দেওয়া হবে, তা যে কোনও বিশ্ববিদ্যালয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্সের সমতুল্য। এ ছাড়া, এই ২-২-২ কোর্স করে যাঁরা বি-টেক পাশ করেছেন, তাঁদের ৪ বছরের সমতূল্য সার্টিফিকেট দেওয়া হবে।
কলেজের ডিরেক্টর পরমেশ্বর রাও আলাপতি জানান, পড়ুয়ারা যে সার্টিফিকেট নিয়ে আন্দোলন করছেন, তার মান্যতা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক গেজেট নোটিফিকেশন করে জানিয়েছে। পড়ুয়ারা আন্দোলন তুলে নিলে এই প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হবে। আন্দোলনকারী পড়ুয়াদের পক্ষে সাহিন জাহেদি বলেন, ‘‘কোনও নোটিফিকেশন সরকারি ভাবে পাইনি। হলেও ল্যাটারাল এন্ট্রি করে বি-টেকে ভর্তি বিষয়ে উল্লেখ নেই। বৃহস্পতিবার কলকাতায় মহামিছিল হচ্ছেই। আন্দোলন তোলার ব্যাপার নেই।
এ দিকে, আজ, বৃহস্পতিবার জিকেসিআইইটিতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে চান তৃণমূল যুবর মালদহ জেলা সভাপতি অম্লান ভাদুড়ি। তিনি বলেন, ‘‘পড়ুয়াদের সমস্যা মেটানোর জন্য রাজ্য বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। সেকথা জানাতেই আমরা যাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement