স্কুলে গেলে ভয়ে থাকি

প্রাথমিকের এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পরেও তা নিয়ে অভিভাবক মঞ্চ আসরে নেমেছিল। সে কথাও মুখে মুখে ফেরে শিলিগুড়ির।

Advertisement

কিশোর সাহা

শিলিগুড়ি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০১:৫০
Share:

প্রতীকী চিত্র।

স্কুল বাস থেকে শৌচাগার, নজরদারিতে একটু ফাঁক থাকলেই বিপদের মুখে পড়ার আশঙ্কা ছোটদের। বিশেষত ছাত্রীদের। কোনও কোনও ক্ষেত্রে শারীরিক নিগ্রহ চরম পর্যায়েও চলে যেতে পারে বলে শঙ্কিত শিলিগুড়ি অভিভাবক মঞ্চ। এক দশকের বেশি সময় ধরে পড়ুয়াদের নানা সমস্যা নিয়ে টানা আন্দোলনের সুবাদে ওই মঞ্চকে রেয়াত করে অনেক ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষই।

Advertisement

প্রাথমিকের এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠার পরেও তা নিয়ে অভিভাবক মঞ্চ আসরে নেমেছিল। সে কথাও মুখে মুখে ফেরে শিলিগুড়ির। কারণ, শহরের উপকণ্ঠের একটি স্কুলে ছাত্রীকে ধর্ষণের দায়ে চৌকিদারের ১০ বছর জেল হয়েছে। এর পরেই রাতারাতি প্রায় সব বেসরকারি স্কুলে নিরাপত্তা জোরদার হয়েছে। বসেছে সিসি ক্যামেরা। প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীদেরও নিয়োগ করা হয়েছে। তাতেও অবশ্য অভিযোগ খুচখাচ উঠছেই। কখনও স্কুলের মদ্যপ গাড়িচালকের কাণ্ডে বিরক্ত হয়ে ছাত্রীরা হইচই করায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। আবার কখনও দেখা গিয়েছে, নামী স্কুলের বাসে রোজই এক কমবয়সী খালাসি নানা অছিলায় বিরক্ত করে ছাত্রীদের। বাস মালিককে বলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত পুলিশের এক কর্তা মালিককে ডেকে কড়া ধমক দিতেই খালাসিকে সরিয়ে দেন বাস মালিক।

তাই কলকাতায় ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে হইচই হতেই শুক্রবার শিলিগুড়ির সব নামী বেসরকারি স্কুলেও বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘অভিভাবকরা অনেক আশা নিয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছোটদের ভর্তি করান। সেখানে বাড়তি নিরাপত্তা, উঁচু মানের শিক্ষাদান আশা করেন। যা অভিযোগ উঠছে তা উদ্বেগের। তাই অফিসারদের শিলিগুড়িতেও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছি।’’

Advertisement

শিক্ষা দফতর সূত্রের খবর, শিলিগুড়িতে বর্তমানে ৫২টি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। তার মধ্যে প্রথম সারির ১০টি স্কুলে ভর্তির জন্য ফি বছর হুড়োহুড়ি পড়ে। একটা সময়ে এই স্কুলগুলিতে নিরাপত্তার বালাই ছিল না বলেই অভিভাবকদের দাবি। অভিভাবক মঞ্চের সভাপতি সন্দীপন ভট্টাচার্য বলেন, ‘‘অভিভাবকরা জোট বাঁধলেই স্কুলগুলি বাড়তি পদক্ষেপ করে। না হলে সমস্যা থেকেই যায়।’’

শিলিগুড়ির সেবক রোডের একটি ইংরেজি মাধ্যম স্কুলের কর্ণধার জানান, তাঁরা স্কুলের গেটের বাইরে থেকে ক্লাসরুম, খেলার মাঠেও সিসি ক্যামেরা বসিয়েছেন। মাটিগাড়ার একটি স্কুলেও একাধিক সিসি ক্যামেরা রয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। তবে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কয়েকজন জানান, চতুর্থ শ্রেণির কর্মী, বাসের খালাসি নিয়োগের ক্ষেত্রে বেসরকারি স্কুলেও পুলিশের ছাড়পত্র নেওয়াটা বাধ্যতামূলক হওয়া দরকার। মঞ্চের পক্ষ থেকেও শীঘ্রই সব স্কুলকে ওই ব্যাপারে চিঠি দেওয়া হবে বলে সন্দীপনবাবু জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন