Husband Kills Wife at Dhupguri

স্ত্রীর প্রেমিকের ঘরে অস্ত্র হাতে হাজির, রক্তে ভাসল ধূপগুড়ির বাড়ি! খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সোমা রায় বর্মণ। বয়স ৩২ বছর। তাঁর স্বামীর নাম শ্রীকান্ত রায়। ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করেন। দীর্ঘ দিন ধরে কেরলে ছিলেন। সম্প্রতি বাড়ি ফেরেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:১৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পরকীয়া সম্পর্কের জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে বধূকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর প্রেমিকের বাড়িতে গিয়েই ওই হামলা চালান অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সোমা রায় বর্মণ। বয়স ৩২ বছর। তাঁর স্বামীর নাম শ্রীকান্ত রায়। ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করেন। দীর্ঘ দিন ধরে কেরলে ছিলেন। সম্প্রতি বাড়ি ফেরেন। স্থানীয় সূত্রে খবর, স্বামী বাইরে থাকার ‘সুযোগে’ প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সোমার। বাড়ি ফিরে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারেন শ্রীকান্ত, শুরু হয় দাম্পত্য কলহ।

সপ্তাহ খানেক আগে ঝগড়া করে স্ত্রীকে তাঁর প্রেমিকের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন শ্রীকান্ত। সেখানেই ছিলেন সোমা। শনিবার ভোরে ওই বাড়িতে উপস্থিত হন শ্রীকান্ত। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে থানার উদ্দেশে পা বাড়ান স্বামী।

Advertisement

পরে ধূপগুড়ি থানার পুলিশ অকুস্থলে গিয়ে সোমার দেহ উদ্ধার করে। ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। খুনে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা বিশদে জানার চেষ্টা করছে পুলিশ। খুনের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য রায়পাড়া এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement