শীতলপাটির সংরক্ষণশালা উদ্বোধন হল কোচবিহারের ঘুঘুমারিতে। বুধবার দুপুরে ওই সংরক্ষণশালার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রাজ্য সরকারের সহযোগিতায় কোচবিহার-১ নম্বর ব্লক পাটিশিল্প সমবায় সমিতির উদ্যোগে সেটি তৈরি হয়েছে। সমবায় সমিতির তরফে জানানো হয়েছে, ঘুঘুমারি, ধলুয়াবাড়ি-সহ ওই বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ পাটি শিল্পের উপরে নির্ভরশীল। ওই শিল্পের কাজ করে এলাকায় দু’জন রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছেন। শিল্পের ইতিহাস ও তৈরি করার পদ্ধতি তুলে ধরতেই এই সংরক্ষণশালা। পাশাপাশি সমিতির তরফে নির্দিষ্ট মূল্যে পাটি ও পাটি থেকে তৈরি ব্যাগ, টুপি, সহ নানা সামগ্রী বিক্রির জন্য দু’টি স্টল করা হয়েছে। মন্ত্রী বলেন, “ওই গ্রামকে মানুষ চিনেছে পাটির মাধ্যমেই। সংরক্ষণশালা তৈরি একটি বড় কাজ।”