সংরক্ষণ করা হবে শীতলপাটি

শীতলপাটির সংরক্ষণশালা উদ্বোধন হল কোচবিহারের ঘুঘুমারিতে। বুধবার দুপুরে ওই সংরক্ষণশালার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:১১
Share:

শীতলপাটির সংরক্ষণশালা উদ্বোধন হল কোচবিহারের ঘুঘুমারিতে। বুধবার দুপুরে ওই সংরক্ষণশালার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রাজ্য সরকারের সহযোগিতায় কোচবিহার-১ নম্বর ব্লক পাটিশিল্প সমবায় সমিতির উদ্যোগে সেটি তৈরি হয়েছে। সমবায় সমিতির তরফে জানানো হয়েছে, ঘুঘুমারি, ধলুয়াবাড়ি-সহ ওই বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ পাটি শিল্পের উপরে নির্ভরশীল। ওই শিল্পের কাজ করে এলাকায় দু’জন রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছেন। শিল্পের ইতিহাস ও তৈরি করার পদ্ধতি তুলে ধরতেই এই সংরক্ষণশালা। পাশাপাশি সমিতির তরফে নির্দিষ্ট মূল্যে পাটি ও পাটি থেকে তৈরি ব্যাগ, টুপি, সহ নানা সামগ্রী বিক্রির জন্য দু’টি স্টল করা হয়েছে। মন্ত্রী বলেন, “ওই গ্রামকে মানুষ চিনেছে পাটির মাধ্যমেই। সংরক্ষণশালা তৈরি একটি বড় কাজ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement