ঘুষ নেওয়ার নালিশ, সাসপেন্ড

ঘুষ নেওয়ার অভিযোগে বাগডোগরা থানার অধীন রাঙাপানি ফাঁড়ির এক এএসআইকে সাসপেন্ড করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:০৩
Share:

ঘুষ নেওয়ার অভিযোগে বাগডোগরা থানার অধীন রাঙাপানি ফাঁড়ির এক এএসআইকে সাসপেন্ড করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

Advertisement

বৃহস্পতিবার ওই এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ফাঁড়ি ঘেরাও করে তৃণমূল। লিখিত অভিযোগ ছাড়াই এক ব্যক্তিকে গ্রেফতার এবং তাঁকে ছেড়ে দেওয়ার জন্য তিন হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত এএসআইকে সাসপেন্ডের চিঠি ধরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুলিশের ডিসি (পশ্চিম ও ট্রাফিক) শ্যাম সিংহ বলেন, ‘‘ওই এএসআইকে সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে।’’

পুলিশ সূত্রের খবর, গত বুধবার রাতে রাঙ্গাপানিতে বাবা-ছেলের মধ্যে বচসা হয়। ছেলে ফাঁড়িতে ফোন করে বাবার বিরুদ্ধে অভিযোগ জানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। সকালে অবশ্য বাবাকে ছাড়াতে ছেলে নিজেই থানায় যায় বলে জানা গিয়েছে। যদিও অভিযুক্তকে ছাড়তে ওই এএসআই প্রথমে ১২ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দিলে মিথ্যে মামলায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়। দরাদরির পর ৩ হাজার টাকা দিলে অভিযুক্তকে ছাড়া হয় বলে দাবি।

Advertisement

ঘটনার পরে ওই পরিবার স্থানীয় তৃণমূল নেতাদের দ্বারস্থ হয়। গোঁসাইপুর অঞ্চল তৃণমূল সভাপতি অমৃতলাল সরকার এবং নকশালবাড়ি ব্লক তৃণমূলের সভাপতি আনন্দ ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা রাঙ্গাপানি ফাঁড়ি ঘেরাও করেন। ঘটনাস্থলে যান বাগডোগরার ওসি সোনম লামা। তিনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। আনন্দবাবুর দাবি, ‘‘এই এলাকায় দীর্ঘদিন ধরে লোককে ভয় দেখানো, অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। এই পদক্ষেপ জরুরি ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন