গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মাঝির বেশে গঙ্গায় পুলিশের অভিযান মালদহে। মাঝগঙ্গা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি ইত্যাদি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অস্ত্র পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে। আরও দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
পুলিশের একটি সূত্রে খবর, মাঝগঙ্গা থেকে ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে ধরেছে তারা। ধৃতের কাছ থেকে মিলেছে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, জলপথে অস্ত্র আমদানির চেষ্টা হচ্ছে। একটি নৌকায় মালদহের কালিয়াচকের চড়বাবুপুরে গঙ্গার ঘাটে ওই অস্ত্রগুলি আনা হচ্ছিল। অস্ত্র-সমেত অভিযুক্তদের হাতেনাতে ধরতে পুলিশ ছদ্মবেশ নেয়। মাঝি সেজে তারা মাঝগঙ্গায় যায়। তার পরেও দুই অভিযুক্ত বিপদ বুঝে গঙ্গায় ঝাঁপ দেন। সাঁতরে পালান তাঁরা। তবে অস্ত্র-সমেত ধরা পড়েন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগরের বাসিন্দা সাবির আলম।
২১ বছরের ওই যুবককে বেআইনি অস্ত্রের পাচারকারী বলে সন্দেহ করা হচ্ছে। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। ধৃতকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে হাজির করানো হচ্ছে। মালদহ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লশি চলছে। তাঁদের শীঘ্রই ধরা হবে বলে প্রত্যয়ী পুলিশ সুপার।