মানবিক হও, বার্তা আচার্যের

সমাবর্তনে এসে ছাত্র-ছাত্রীদের দেশের প্রতি কর্তব্যপরায়ণ হওয়ার পরামর্শ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার কোচবিহারের পুন্ডিবাড়িতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বিশেষ ও প্রথম সমাবর্তন উৎসবের উদ্বোধন করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০২:১১
Share:

সমাবর্তনে এসে ছাত্র-ছাত্রীদের দেশের প্রতি কর্তব্যপরায়ণ হওয়ার পরামর্শ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার কোচবিহারের পুন্ডিবাড়িতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বিশেষ ও প্রথম সমাবর্তন উৎসবের উদ্বোধন করেন তিনি।

Advertisement

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল বলেন, “ছাত্র-ছাত্রীদের মধ্যে মানবিক গুণের বিকাশও শিক্ষার উদ্দেশ্য।’’

আচার্য বলেন, ‘‘আমি বড় ডিগ্রি নিলাম, পিএইচডি, ডিলিট হল। কিন্তু মনে দয়ার ভাব নেই, করুণার ইচ্ছে নেই, পরোপকারের ভাবনা, দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য কিছু করার সংকল্প মনে তৈরি না হলে সেই শিক্ষা অর্থহীন হয়ে পড়ে। শিক্ষার সার্থক রূপ হল ব্যক্তির মানবিক গুণের বিকাশ ও রাস্ট্রের প্রতি দায়বদ্ধতার ভাবনা জাগ্রত করা।”

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যত নিয়েও আশা প্রকাশ করেন আচার্য। তিনি বলেন, “প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় যেভাবে এগোচ্ছে তাতে এ টুকু বলতে পারি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উজ্জ্বল।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ রাখতে গিয়ে সমস্যা মেটানোর আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার দিলীপ রায় জানান, এ দিন ৩২০ জনকে পড়ুয়াকে ডিগ্রি দেওয়া হয়।

সাম্মানিক ডিলিট উপাধি তুলে দেওয়া হয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে। ডিএসসি ডিগ্রি দেওয়া হয় দুজনকে। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, সাংসদ পার্থপ্রতিম রায় ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল রায়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মাপ্রিয়নন্দ প্রমুখ এ দিন উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন