কালিম্পঙে ধস, ব্যাহত চলাচল

কোথাও ধসে ঢাকা পড়ল জাতীয় সড়ক, কোথাও ধস নেমে গুঁড়িয়ে গেল বসত বাড়ি। টানা বৃষ্টির জেরে হওয়া ধসে শনিবার গভীর রাত থেকে বিপর্যস্ত হয়ে পড়ে কালিম্পঙের কিছু এলাকা। প্রশাসনের দাবি, বড় মাপের কোনও ধস না নামায় হতাহত ও প্রবল ক্ষয়ক্ষতির ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০২:০২
Share:

১০ নম্বর জাতীয় সড়কে ধস। — নিজস্ব চিত্র

কোথাও ধসে ঢাকা পড়ল জাতীয় সড়ক, কোথাও ধস নেমে গুঁড়িয়ে গেল বসত বাড়ি। টানা বৃষ্টির জেরে হওয়া ধসে শনিবার গভীর রাত থেকে বিপর্যস্ত হয়ে পড়ে কালিম্পঙের কিছু এলাকা। প্রশাসনের দাবি, বড় মাপের কোনও ধস না নামায় হতাহত ও প্রবল ক্ষয়ক্ষতির ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement

শনিবার সন্ধ্যের পর থেকেই বৃষ্টি শুরু হয় কালিম্পং সহ লাগোয়া এলাকায়। গভীর রাতে কালিম্পঙের ২৯ মাইল এলাকায় ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। এই জাতীয় সড়কই শিলিগুড়ি থেকে গ্যাংটক তথা সিকিমে যোগাযোগের মূল পথ। রাতেই ধস সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও এ দিন সকাল সাতটা নাগাদ ফের ধস নামে ওই এলাকায়। ২৯ মাইল ছাড়াও সিকিম লাগোয়া ভোটেভির এলাকাতেও ধস নামে। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। দার্জিলিঙের জেলাশসাক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘কয়েকটি ধসের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে। সংশ্লিষ্ট দফতরকে সর্তক করা হয়েছে।’’

কালিম্পঙের ধোবিদারাতে রাত বারোটার কিছু পরে ধস নামে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ধসে চাপা পড়ে একটি কাঠের বাড়ি গুঁড়িয়ে যায়। বাড়িতে কেউ ছিলেন না। লাগোয়া বঙবস্তিতেও ধস থেকে রক্ষা পেয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের তরফে সড়ক কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহকারী বাস্তুকার উত্তম প্রধান বলেন, ‘‘শনিবার রাত থেকে জাতীয় সড়কে পরপর কয়েকটি ধস নামে। তাতে দফায় দফায় যান চলাচল বিপর্যস্ত হলেও প্রতিবারই দ্রুত ধস সরানো হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন