Tea Garden Workers

তিন মাস বাগান বন্ধ থাকলে বা চা শ্রমিকদের কোনও সুবিধা থেকে বঞ্চিত করলেই লিজ় বাতিল, সিদ্ধান্ত সরকারের

শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘এ বার থেকে তিন মাস বাগান বন্ধ রাখলে কিংবা চা বাগানের শ্রমিকদের বেতন, পিএফ-সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করলেই মালিকপক্ষের লিজ় বাতিল করা হবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২২:৫৬
Share:

শ্রমমন্ত্রী মলয় ঘটক। —নিজস্ব চিত্র।

তিনমাস বাগান বন্ধ রাখলে কিংবা চা বাগানের শ্রমিকদের বেতন, পিএফ-সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করলে এ বার মালিকপক্ষের লিজ় বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Advertisement

শনিবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে ত্রিপাক্ষিক বৈঠকের পর রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘এ বার থেকে তিন মাস বাগান বন্ধ রাখলে কিংবা চা বাগানের শ্রমিকদের বেতন, পিএফ-সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করলেই মালিকপক্ষের লিজ় বাতিল করা হবে।’’ বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে ফের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানান তিনি। তার রিপোর্টের ভিত্তিতেই ন্যূনতম মজুরি ঠিক করবে রাজ্য সরকার।

স্টেট গেস্টহাউসে মলয় ছাড়াও উপস্থিত ছিলেন জিটিএ-র চেয়ারম্যান রাজেশ চৌহান, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী-সহ মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের সদস্যেরা। মূলত চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি, বন্ধ চা বাগান এবং টি ডিরেক্টরেট নিয়ে বৈঠক করেন মন্ত্রী। ত্রিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রমিক সংগঠনের সদস্যেরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement