ইংরেজবাজারে ইস্তেহার বামেদের

পুরভোটের দশদিনের মাথায় মালদহের ইংরেজবাজারে ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। তবে পুরাতন মালদহে এখনও প্রকাশিত হল না ইস্তেহার। পুরভোট দোরগোড়াতেও ইস্তেহার প্রকাশ না হওয়ায় ওই পুরসভার কর্মী সমর্থকেরা হতাশ বলেই দল সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ০১:৫৬
Share:

পুরভোটের দশদিনের মাথায় মালদহের ইংরেজবাজারে ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। তবে পুরাতন মালদহে এখনও প্রকাশিত হল না ইস্তেহার। পুরভোট দোরগোড়াতেও ইস্তেহার প্রকাশ না হওয়ায় ওই পুরসভার কর্মী সমর্থকেরা হতাশ বলেই দল সূত্রে খবর।

Advertisement

বুধবার দুপুরে জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে শুধুমাত্র ইংরেজবাজার পুরসভার ইস্তেহার প্রকাশ করলেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক জীবন মিত্র। তিনি বলেন, ‘ইংরেজবাজার পুরসভার নানান সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। আর আমাদের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলিও আমরা প্রকাশ করেছি। আর কয়েকদিনের মধ্যে পুরাতন মালদহের জন্যেও ইস্তেহার প্রকাশ করব।’’

তবে পুরাতন মালদহ পুরসভা এলাকার প্রার্থী থেকে শুধু করে নেতা কর্মীরা জেলা নেতাদের প্রতি ক্ষোভে ফুঁসছেন। তাঁদের অভিযোগ,এই পুরসভায় নয় বছর ধরে বামফ্রন্ট ক্ষমতায় থাকলেও নেতাদের গা ছাড়া মনোভাব রয়েছে। প্রচারে তেমন দেখা যাচ্ছে না নেতৃেত্বর। তার উপরে ইস্তেহার প্রকাশেও দেরি করা হচ্ছে। এর জন্য কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে।

Advertisement

ইংরেজবাজারে বামেদের ছয় পাতার ইস্তেহারে যেমন শহরের পরিশ্রুত পানীয় জলের সমস্যাকে তুলে ধরা হয়েছে, তেমনই বর্ষা আসলেই শহরের বেহাল নিকাশির চিত্রটা তুলে ধরা হয়েছে। নর্দমা, জঞ্জাল নিয়মিত সাফাই হয় না বলে দাবি করা হয়েছে এই ইস্তেহারে। পাশাপাশি জলকর-সহ বিভিন্ন পুর-পরিষেবার কর বাড়িয়ে দেওয়াকেই বিষয় করা হয়েছে। যানজটের সমস্যা, পার্কিং এর সমস্যা প্রভৃতি নিত্যদিনের সমস্যা গুলিও রয়েছে ইস্তেহারে।

একই সঙ্গে এই সমস্যা সমাধানে তাদের কী পরিকল্পনা রয়েছে তা তুলে ধরা হয়েছে। বামেদের এই ইস্তেহারে শহরে জমে থাকা আবর্জনা, হাসপাতাল চত্বরে জমে থাকা জল প্রভুতি সমস্যাগুলির ছবি দিয়ে তুলে ধরা হয়েছে। বাম নেতাদের দাবি, ‘‘ছবি দেওয়ায় ইস্তেহারের গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে গিয়েছে। মানুষ সমস্যাগুলি দেখে প্রত্যক্ষ করতে পারছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন