প্রচারে বিমান বসু। নিজস্ব চিত্র
সকাল ৯টাতেও গনগনে রোদ। রাজ্য সড়কে হুশ হুশ করে দু’দিকে গাড়ি ছুটে যাচ্ছে। জায়গাটা পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর। রাস্তার দু’পাশে আমবাগান। লোকজন তেমন নেই। মাঝমধ্যে কেউ হেঁটে যাচ্ছেন, কেউ বা সাইকেলে। রাস্তার একপাশে একটা হাল্কা ভিড়। পথচলতি কেউ ভিড় দেখে থামছেন, শুনছেন, চলে যাচ্ছেন। কেউ আবার চলন্ত সাইকেল থেকেই শুনতে শুনতে হাসিমুখে এগিয়ে যাচ্ছেন। সেখানেই কিছু ক্ষণ পর এসে গাড়ি থেকে নামলেন বিমান বসু।
খোদ বামফ্রন্টের চেয়ারম্যান সামনে দাঁড়িয়ে। তাই ভিড়ের মধ্যে মৃদু উত্তেজনা, চাঞ্চল্য। চার দিকে তাকিয়ে দৃশ্যত ক্ষুব্ধ বিমানের প্রশ্ন, সাধারণ লোকজন কোথায়। ভিড়ের মধ্যে থেকে সিপিএম নেতাদের দু’একজন গাঁইগুঁই করে জবাব জানালেন, সামনে কিছু লোক রয়েছেন। কিন্তু সাধারণ মানুষের ভিড় না থাকায় খুশি হলেন না বিমান। অগত্যা সেখান থেকেই দলের উত্তর মালদহের প্রার্থী বিশ্বনাথ ঘোষের হয়ে রোড-শো করলেন তিনি। বামেদের তরফে এ দিনই প্রথম হেভিওয়েট কোনও নেতা দলীয় প্রার্থীর সমর্থনে ভোটপ্রচার করলেন। পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে প্রায় দুশো মিটারের মতো রাস্তা পাঁয়ে হেঁটে মিছিল করেন বিমান। বাস ও অটোযাত্রীদের সঙ্গে হাত মেলালেন তিনি। দলীয় প্রার্থীর সমর্থনে ভোটও চাইলেন বিমান।
এ দিন ছোট হুডখোলা গাড়িতে রায়পুর থেকে রোড-শো করে মালদহ-নালাগোলা রাজ্য সড়ক ধরে মুচিয়া এলাকায় যান। সেখান গাড়ি থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে ভোট প্রচার করেন। তারপরে ফের গাড়িতে উঠে চলে যান আইহো পর্যন্ত। প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে রোড-শো করেন তিনি।