Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর সভা, খোঁজ মাঠের

মমতার সম্ভাব্য মালদহ সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে তৃণমূল শিবিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মালদহ শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:১১
Share:

পরিদর্শন: দলনেত্রীর সভার জন্য মাঠ পরিদর্শনে মৌসম। নিজস্ব চিত্র

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভার জন্য মাঠ খুঁজছে তৃণমূল। সোমবার দুপুরে পুরাতন মালদহের সূর্যাপুর গ্রামের একটি মাঠ পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। সূর্যাপুরের মাঠেই দলনেত্রীর কর্মিসভা হবে বলে জানিয়েছেন মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম নুর। এ দিন থেকেই মাঠ তৈরির কাজ শুরু হবে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

মমতার সম্ভাব্য মালদহ সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে তৃণমূল শিবিরে। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলনেত্রীর সভায় প্রায় ৪০ হাজার কর্মী হাজির থাকবেন। জেলার বুথ স্তরের কর্মীরা যাতে ওই সভায় উপস্থিত থাকেন, তা জানাতে ব্লক স্তরে বুথের কর্মীদের নিয়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে। দলের অন্দরমহলের খবর, দলে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ নিয়েও চিন্তায় তৃণমূলের জেলা নেতৃত্ব। দলনেত্রীর সফরের আগে ব্লক স্তরে ‘দ্বন্দ্ব’ এড়াতে দলের জেলা নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের প্রথম সপ্তাহে গৌড়বঙ্গ সফরে আসার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে তাঁর সভা করার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মালদহেও কর্মিসভা করতে পারেন তিনি।

Advertisement

সপ্তাহখানেক আগে পুরাতন মালদহের মাধাইপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাইপাসের পাশে একটি মাঠ পরিদর্শন করেন তৃণমূলের জেলা নেতারা। দলীয় নেতাদের দাবি, মাধাইপুরের মাঠটি সমান্তরাল নয়। তাই যন্ত্রের সাহায্যে পুরো মাঠ সংস্কার করতে হবে। তাতে সময় লাগবে। তাই মাধাইপুরের মাঠের বদলে পুরাতন মালদহের সুর্জাপুরের একটি মাঠ এ দিন পরিদর্শন করেন দলের নেতা-নেত্রীরা। ছিলেন মৌসমও। মাঠের ছবিও তোলেন তিনি।

জেলা তৃণমূল সূত্রে খবর, পুরো মাঠেই মণ্ডপ করা হবে। থাকবে ছাউনিও। তৃণমূলের এক নেতা বলেন, ‘‘মার্চ মাসের প্রথম সপ্তাহে দুপুরে প্রচণ্ড রোদ থাকতে পারে। তাই কাপড়ের ছাউনি তৈরি করে পুরো এলাকা ঘিরে দেওয়া হবে।’’

তৃণমূল সূত্রে খবর, দলের কর্মীদের নিয়ে সভার পাশাপাশি মালদহে আদিবাসীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মসূচির সম্ভাবনা রয়েছে। আদিবাসীদের সরকারি নানা প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হতে পারে।

মৌসম বলেন, ‘‘দলনেত্রী মালদহে সভা করবেন। মাঠ দেখা হয়েছে। মাঠ সংস্কারেরর কাজও শুরু হয়ে যাবে। তবে সরকারি কর্মসূচির বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য আমাদের কাছে নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন