উত্তরণের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

প্রায় ১০ কোটি টাকা খরচে ৫৮০ আসনের অত্যাধুনিক মানের ওই প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০৩:০২
Share:

প্রতীক্ষার পালা শেষ। এখন উদ্বোধনের ‘কাউন্ট ডাউন’। সব কিছু ঠিক থাকলে আজ, বুধবার উত্তরকন্যা থেকেই ‘রিমোট’-এ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করবেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘গোল্ডেন জুবলি অডিটোরিয়াম’-এর। মঙ্গলবার সারা দিন সেই প্রস্তুতি চলে মেডিক্যাল কলেজে। মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরের আগেই নবান্নে নতুন প্রেক্ষাগৃহের ছবি পাঠিয়ে দেন কর্তৃপক্ষ। এদিন উদ্বোধনের নামের ফলক ঠিকঠাক রয়েছে কি না দেখে নিয়ে সরকারি নির্দেশ মতো তা উত্তরকন্যায় পাঠানো হয়। উদ্বোধনের সময়, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কী করণীয় সে সব জেনে নেওয়ার পালা চলে।

Advertisement

প্রায় ১০ কোটি টাকা খরচে ৫৮০ আসনের অত্যাধুনিক মানের ওই প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে। মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, মেডিক্যাল কাউন্সিলর অব ইন্ডিয়ার নিয়ম মেনে প্রেক্ষাগৃহের কাজ শুরু করা হয়েছিল বছর তিনেক আগে। পূর্ত দফতরকে দায়িত্ব দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষের নির্দেশ ছিল ৬০০ মতো বসার আসন চাই। পূর্ত দফতরের বাস্তুকাররাই জানান, আন্তর্জাতিক মানের এই প্রেক্ষাগৃহের মঞ্চটি ৬৩ ফুট লম্বা এবং ৩২ ফুট চওড়া। সেখানে দু’টি ‘গ্রিন রুম’, দু’টি ভিআইপি রুম রয়েছে। তাতে গ্রেক্ষাগৃহের যে কোনও জায়গা থেকেই স্পষ্ট শব্দ শোনা যাবে। শব্দ প্রতিধ্বনি হবে না।

তবে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কাছেই ওই অডিটোরিয়াম তৈরি হওয়ায় বিভিন্ন অনুষ্ঠানের সময় রোগীদের সমস্যা হতে পারে বলে অনেকের আশঙ্কা। যদিও কর্তৃপক্ষের দাবি, ভিতরের শব্দ বাইরে যাতে না আসে, সে ভাবেই তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার সমীর ঘোষ রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী উত্তরকন্যা থেকে উদ্বোধন করবেন। ফলক সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্বোধনের পর তা এনে লাগিয়ে দেওয়া হবে।’’ তবে ‘ব্যালকনি’ না বানানো নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যালের নতুন অডিটোরিয়ামের নামকরণ হয়েছে ‘উত্তরণ’। মেডিক্যাল কলেজ সূত্রেই জানা গিয়েছে, সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটির তরফে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছিল নামকরণ করে দিতে। সেই মতো মুখ্যমন্ত্রীর দফতর থেকে গোটা সাতেক নাম পাঠানো হয়েছিল। তার মধ্য থেকে বেছে নিতে বলা হয়। নামের মধ্যে ছিল উছলি, উথলি, উত্তরণ-সহ আরও কিছু নাম। প্রাক্তনীরা, ছাত্রছাত্রীরা মিলে তা থেকে উত্তরণ নামটি বেছে নিয়েছেন। অধ্যক্ষ জানান, ‘‘নির্মল মাঝি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীই নামগুলি পাঠিয়েছেন। তা থেকেই সকলে মিলে উত্তরণ নামটি বেছে নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন