—প্রতীকী চিত্র।
৬ বছর আগে মাকে দা দিয়ে কুপিয়েছিলেন। ওই খুনের ঘটনায় শনিবার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের দিল বালুরঘাট আদালত। শুক্রবারই তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন জেলা আদালতের বিচারক মানস বসু।
আদালত সূত্রে খবর, ২০১৯ সালের ২৬ মার্চ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা গিরিশচন্দ্র দাস তাঁর মাকে দা দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ ওঠে। স্ত্রীর খুনের ঘটনায় পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী গৌরচন্দ্র দাস। তার ভিত্তিতে কুমারগঞ্জ থানার পুলিশ মামলা রুজু করে। গ্রেফতার হন গিরিশ। কয়েক মাস পরে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
প্রায় ৬ বছর ধরে ওই মামলা চলার পর শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তীর বলেন, ‘‘অভিযুক্ত গিরিশ তাঁর মাকে নির্মম ভাবে দা দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন। গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পরে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক বসু। সেই সঙ্গে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় অতিরিক্ত দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।’’