—প্রতীকী চিত্র।
চোর সন্দেহে গণপিটুনির জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এলাকায় ভাল মানুষ হিসাবেই পরিচিত ছিলেন তিনি। মালদহের ইংলিশ বাজারের ঘটনায় গ্রেফতার তিন জন।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার সমিতি এলাকায় সামজান শেখ নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, হাত ও পা ভেঙে দেওয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মৃত্যু হয় সামজানের। পরিবারের অভিযোগ, গণপিটুনির ফলেই মৃত্যু। পরিবার সূত্রে জানা গিয়েছে, সামজানের বাবার মৃত্যুর পরে তাঁর উপরেই নির্ভরশীল ছিল পুরো পরিবার। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে। স্থানীয়েরা জানাচ্ছেন, মহিষবাটি এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামজান ঝলঝলিয়া বাজারে একটি মুরগীর দোকানে কাজ করতেন। এলাকায় ভাল মানুষ হিসাবেই পরিচিত ছিলেন তিনি। মৃতের স্ত্রীর অভিযোগ, মিথ্যে অপবাদ দিয়ে স্বামীকে খুন করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পিন্টু মণ্ডল, সুজন ঘোষ ও দেবাশীষ ঘোষ নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।