NBSTC AC Buses

ভলভোর পর এ বার উত্তরবঙ্গের চার রুটে চালু হতে চলেছে এসি বাস পরিষেবা, কবে থেকে?

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম জানিয়েছে, আগামী ১৫ জুন থেকে চারটি রুটে বাতানুকূল বাস পরিষেবা চালু হতে চলেছে। উল্লেখ্য, অতীতে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস চললেও রক্ষণাবেক্ষণের অভাবে মাঝে দীর্ঘ দিন এই পরিষেবা বন্ধ ছিল। এখন সেই পুরনো বাসগুলোই সারাই করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২২:২৪
Share:

উত্তরবঙ্গের চার রুটে চালু হতে চলেছে এসি বাস পরিষেবা। — নিজস্ব চিত্র।

আর কিছু দিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে দিঘার জগন্নাথধাম পর্যন্ত ভলভো বাস পরিষেবা চালু হতে চলেছে। এ বার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে চারটি নতুন রুটে এসি বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হল। সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে ওই রুটগুলিতে শীতাতপনিয়ন্ত্রিত বাস চালানোর কথা ভাবা হচ্ছে। আগামী ১৫ জুন থেকেই এর সুবিধা পাবেন সাধারণ মানুষ।

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম জানিয়েছে, আগামী ১৫ জুন থেকে কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, আলিপুরদুয়ার-শিলিগুড়ি এবং রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে বাতানুকূল বাস পরিষেবা চালু হতে চলেছে। উল্লেখ্য, অতীতে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস চললেও রক্ষণাবেক্ষণের অভাবে মাঝে দীর্ঘ দিন এই পরিষেবা বন্ধ ছিল। এখন সেই পুরনো বাসগুলোই সারাই করা হয়েছে। সঙ্গে আর একটি নতুন বাস সংযোজন করে মোট চারটি বাস নিয়ে এই পরিষেবা চালু হতে চলেছে। এ বিষয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ঘোষণামতো কিছু দিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে দিঘার জগন্নাথধাম পর্যন্ত ভলভো বাস পরিষেবা চালু হচ্ছে। সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার এসি বাস পরিষেবাও শুরু হতে চলেছে। দীর্ঘ দিন ধরেই এটি সাধারণ মানুষের দাবি ছিল, এ বার সেই দাবি পূরণ হতে চলেছে। এর আগেও কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু ছিল। কিন্তু বাস খারাপ হয়ে যাওয়ায় মাঝে কয়েক বছর পরিষেবা বন্ধ রাখা হয়। তীব্র গরমে দূরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখেই আমাদের এই পদক্ষেপ।’’ আগামী দিনে আরও কিছু রুটে এসি বাস পরিষেবা চালু হবে বলেও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement