ফাইল চিত্র
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তির শরীরে করোনার হদিস মিলল।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ওই ব্যক্তির করোনা পরীক্ষার ‘পজ়িটিভ’ রিপোর্ট পাঠানো হয়েছে। ওই ব্যক্তির বাড়ি ইটাহারে। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের কর্তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে এ দিন আইসোলেশন ওয়ার্ড জীবাণুমুক্ত করে রায়গঞ্জ পুরসভা।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ দিলীপকুমার পালের বক্তব্য, বৃহস্পতিবার সকালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ওই ব্যক্তির লালারসের পরীক্ষার পজ়িটিভ রিপোর্ট এসেছে। তাঁকে আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ি এলাকার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, ‘‘সরকারি ভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত আমি কোনও মন্তব্য করব না।’’
বুধবার রায়গঞ্জ ব্লকের মহারাজপুর ও ইটাহার ব্লকের নদনা এলাকার বাসিন্দা দুই ব্যক্তির করোনা পরীক্ষার ‘পজ়িটিভ’ রিপোর্ট আসে। তার আগে ৯ মে কলকাতা ফেরত রায়গঞ্জ ও হেমতাবাদ ব্লকের তিন বাসিন্দার শরীরেও করোনার হদিস মেলে।
হাসপাতালের এক কর্তা জানান, ইটাহারের ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৯ মে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ১১ মে তাঁর লালারস পরীক্ষার জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পেশায় শ্রমিক ওই ব্যক্তি বিহার বা অন্য কোথাও কোনও ভাবে করোনায় সংক্রমিত হন বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য দফতরের দাবি, ওই ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন, তার খোঁজখবর শুরু হয়েছে। তাঁর পরিবারের লোকেদের লালারস সংগ্রহ করে তা পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর বাড়ির আশপাশের এলাকাকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হবে।