ও পার পেরিয়ে রেলযাত্রা

শেষবার ট্রেনের বাঁশি শোনা গিয়েছিল ১৯৬৫ সালে। এরপর তিস্তা-পদ্মা দিয়ে বহু জল বয়ে গেলেও, রেলের চাকা হলদিবাড়ির থেকে সীমান্ত পেরিয়ে আর বাংলাদেশের চিলাহাটিতে ঢোকেনি। অথচ, এই রেল পরিষেবা শুরুর দাবি দীর্ঘদিনের। অবশেষে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী মাসের মধ্যেই কোন পরিকাঠামো কী পর্যায়ে রয়েছে তা নিয়ে রিপোর্ট চেয়েছে রেল মন্ত্রক। রেল চলাচল বন্ধের পরে কিছু জায়গা থেকে লাইন তুলে ফেলা হয়েছিল। হলদিবাড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রেলপথ বর্তমানে আর নেই। মন্ত্রকের সম্মতি-সমীক্ষা-পরিকাঠামো বরাদ্দ সবই মেলার পরে এখন অপেক্ষা শুধু রেল পথ জোড়ার। এই পথে রেল চললে আরও কমে যাবে শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াতের সময়। তথ্য দিলেন রাজা বন্দ্যোপাধ্যায়শেষবার ট্রেনের বাঁশি শোনা গিয়েছিল ১৯৬৫ সালে। এরপর তিস্তা-পদ্মা দিয়ে বহু জল বয়ে গেলেও, রেলের চাকা হলদিবাড়ির থেকে সীমান্ত পেরিয়ে আর বাংলাদেশের চিলাহাটিতে ঢোকেনি।

Advertisement
শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৮:৩৪
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement