নয় মেয়েকে ‘কন্যাশ্রী’

মাথাভাঙার হাজরাহাট হরিশ্চন্দ্র হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী নমিতার কথায়, “মা নেই। বাবা তাঁতের কারিগর, নবদ্বীপে থাকেন। দিদার বাড়িতে থাকাকালীন আমার বিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু আমি পড়তে চাই। তাই পালিয়ে যাই। তারপর অপরিচিত দুই দিদির সাহায্যে থানায় সব জানাই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৩:৩১
Share:

কেউ রুখে দিয়েছে বিয়ে দেওয়ার চেষ্টা। কেউ প্রতিকূলতাকে হারিয়ে শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে নজরকাড়া সাফল্য পেয়েছে। কোচবিহার জেলার এমনই ন’জন মেয়েকে কন্যাশ্রী দিবসে পুরস্কৃত করছে প্রশাসন। আজ, মঙ্গলবার কলকাতায় রাজ্যস্তরের অনুষ্ঠানে চারজনকে পুরস্কৃত করা হবে। জেলাস্তরের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে পাঁচজনকে। জেলাশাসক কৌশিক সাহা বলেন, ‘‘জেলার ন’জন পুরস্কার পাচ্ছে। তবে, এ সাফল্য জেলার সব কন্যাদেরই।’’

Advertisement

জেলাস্তরের পুরস্কার পাচ্ছে নমিতা বর্মন, সুস্মিতা শর্মা, রফিকা বেগম, মুক্তি বর্মন ও বনশ্রী প্রধান। মাথাভাঙার হাজরাহাট হরিশ্চন্দ্র হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী নমিতার কথায়, “মা নেই। বাবা তাঁতের কারিগর, নবদ্বীপে থাকেন। দিদার বাড়িতে থাকাকালীন আমার বিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু আমি পড়তে চাই। তাই পালিয়ে যাই। তারপর অপরিচিত দুই দিদির সাহায্যে থানায় সব জানাই।’’ কোচবিহার সদরের কালজানি শাহাজাহানুদ্দিন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুস্মিতা শর্মা কন্যাশ্রী ক্লাবের দলনেত্রী। নাবালিকা বিয়ের খবর পেলে দলবল নিয়ে ছুটে যায়। সুস্মিতার কথায়, “এক বছরে ১০টা নাবালিকা-বিয়ে রুখে দিয়েছি আমরা!’’ পুরস্কার পাচ্ছে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রফিকা বেগমও। স্কুলের প্রধান শিক্ষিকা নবনীতা সিকদার বলেন, “রফিকা তার বিয়ের চেষ্টার প্রতিবাদ করে। কন্যাশ্রী ক্লাব প্রশাসনের সাহায্যে ওর বিয়ে আটকায়।”

রাজ্যস্তরে তাইকোন্ডোতে সোনাজয়ী তুফানগঞ্জের বাকলা রামকৃষ্ণ হাইস্কুলের বনশ্রী প্রধান, বেঙ্গল অলিম্পিক্সে উসুতে রুপোজয়ী দিনহাটার বাসন্তীরহাট কুমোদিনী হাইস্কুলের মুক্তি বর্মন কন্যাশ্রী পুরস্কার পাচ্ছেন।

Advertisement

রাজ্যস্তরে পুরস্কার পাচ্ছেন রিক্তা বর্মন, নন্দিতা বর্মন, মৌনিষা রায় ও লাবণী রায়। মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙা পাটাকামারি হাইস্কুলের রিক্তা, গোসাইয়েরহাট হাইস্কুলের নন্দিতা উচ্চমাধ্যমিকে সংসদের মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী মৌনিষা রায় পঞ্জাবে উসু প্রতিযোগিতায় ব্রোঞ্জ এবং দিনহাটার বামনহাট হাইস্কুলের একাদশ শ্রেণির লাবণী রায় গুজরাতে সোনা জেতায় পুরস্কৃত হচ্ছে।

কন্যাশ্রীর দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক তমোজিৎ চক্রবর্তী বলেন, “এইসব সাফল্য গোটা জেলাকে উৎসাহিত করবে।’’ রাজ্যস্তরের অনুষ্ঠানমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিত

থাকার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন