Nisith Pramanik

মমতাকে কটাক্ষে বিভাজনের সুর নিশীথের গলায়

উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার এবং কোচবিহারকে পাখির চোখ করেছে বিজেপি। গত লোকসভা ও বিধানসভায় এই অঞ্চল থেকে ভাল ফল করে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ০৯:১৩
Share:

নিশীথ প্রামাণিক। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবহাওয়া পরিবর্তন করতে উত্তরবঙ্গ সফরে আসছেন বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আজ, সোমবার উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিন দিনের সফরে মালবাজার ও শিলিগুড়িতে কর্মসূচি রয়েছে তাঁর। মালবাজারে মুখ্যমন্ত্রী বিসর্জন ঘটে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে যাওয়া হবে। রবিবার মুখ্যমন্ত্রীর ওই সফরের আদৌ কোনও গুরুত্ব আছে বলে মানতে চাননি বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ। তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গে কলকাতা থেকে বিভিন্ন লোক বিভিন্ন সময়ে আবহাওয়া বদল করতে আসেন। স্বাভাবিক ভাবেই তিনি (মুখ্যমন্ত্রী) উত্তরবঙ্গে আসবেন, প্রাকৃতিক দৃশ্য-সৌন্দর্য উপভোগ করবেন। এখনকার সৌন্দর্যকে অনুভব করতে পারবেন।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘নতুন কোনও বড় প্রকল্প বা উত্তরবঙ্গের জন্য যদি কোনও ঘোষণা থাকে তা হলে সাধুবাদ জানাব। শুধু কলকাতা কেন, ভারতবর্ষের যে কোনও জায়গা থেকে কেউ উত্তরবঙ্গে এলে তাঁদেরকে আমরা অতিথির আসনে বসাই। আমরা তাঁদের সম্মান করি।’’

Advertisement

নিশীথের ওই বক্তব্যে উত্তরবঙ্গকে আলাদা করে দেখানোর একটি চেষ্টা রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। বিজেপির একাধিক সাংসদ-বিধায়ক আগে একাধিক বার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হয়েছেন। নিশীথ সরাসরি আলাদা রাজ্যের কথা কোথাও বলেননি। কিন্তু আলাদা রাজ্যের দাবিদারদের মঞ্চে তাঁকে একাধিক বার দেখা গিয়েছে। তাঁর উপস্থিতিতেই অনেকে আলাদা রাজ্যের দাবি করেছেন। নিশীথের এ দিনের বক্তব্যেও উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ বিভাজন স্পষ্ট হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের কোচবিহার জেলা পার্টির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পর্কে যিনি এমন কথা বলেন তাঁর (নিশীথের) কোনও সাংবিধানিক পদে থাকার অধিকার নেই। তাঁর (নিশীথের) মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলার কোনও যোগ্যতাই নেই। মালবাজারের ঘটনায় অসহায় পরিবারগুলিকে সমবেদনা জানাতে মুখ্যমন্ত্রী আসছেন। তাঁকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’’

উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার এবং কোচবিহারকে পাখির চোখ করেছে বিজেপি। গত লোকসভা ও বিধানসভায় এই অঞ্চল থেকে ভাল ফল করে তারা। এ বার পঞ্চায়েত ও আগামীর লোকসভা নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর বিজেপি। সে জন্যেই তারা রাজ্য ভাগের বিষয়কে সময়ে রেখে এখানে ভোটারদের মধ্যে বিভাজন করতে চাইছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূল সেই বিভাজনের বিরুদ্ধে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ আলাদা করে দেখতে রাজি নয়। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে সেই কথা বারে বারে বলে গিয়েছেন। এ দিন মুখ্যমন্ত্ৰীর সফরের কটাক্ষ করতে গিয়ে নিশীথের গলায় সেই বিভাজনই ফুটে উঠেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। বিজেপি অবশ্য তাতে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘আমাদের মন্ত্রী উত্তরবঙ্গের মানুষের কথা বলেছেন। বিভাজনের কোনও বিষয় নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন