রাজবাড়িতে বিদ্যুৎ নেই

বিদ্যুৎ নেই কোচবিহার রাজবাড়ির একাংশে। পানীয় জল সরবরাহও বন্ধ রয়েছে চার দিনেরও বেশি সময় ধরে। ফলে ঘুরতে এসে বিপাকে পড়ছেন পর্যটকরা। এই ঘটনায় ক্ষোভ চরমে উঠেছে তাঁদের।

Advertisement
শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০১:৩৪
Share:

বিদ্যুৎ নেই কোচবিহার রাজবাড়ির একাংশে। পানীয় জল সরবরাহও বন্ধ রয়েছে চার দিনেরও বেশি সময় ধরে। ফলে ঘুরতে এসে বিপাকে পড়ছেন পর্যটকরা। এই ঘটনায় ক্ষোভ চরমে উঠেছে তাঁদের। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানোর পরেও কোনও কাজ হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয় কর্মীরাও কোনও উত্তর দিতে পারছেন না। পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরাও একে অপরের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। পুরাতত্ত্ব বিভাগের এক সহকারি বাস্তুকার পঙ্কজ দাস বলেন, “এই বিষয়গুলি নিয়ে আমি কিছু বলতে পারব না।” রাজবাড়ির দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন, তাঁরা বিষয়টি উর্ধবতন কতৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। কর্মীদের অভিযোগ, এই অবস্থায় রাতে নিরাপত্তারক্ষীর পক্ষে সবদিকে নজর রাখা কঠিন হয়ে পড়ছে। কোচবিহার হেরিটেজ সোসাইটির সম্পাদক অরূপ মজুমদার বলেন, “চরম অব্যবস্থায় রয়েছে রাজবাড়ি। কেউ কোনও দায়িত্ব পালন করছেন না।’’ রাজবাড়িতে রাজ আমলের ব্যবহৃত জিনিস নিয়ে একটি সংগ্রহশালা রয়েছে। সেই সংগ্রহশালায় গত সাতদিন ধরে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে দিনে ও রাতে অন্ধকারে ডুবে থাকছে রাজবাড়ির ওই অংশ। কয়েকজন পর্যটক জানালেন, ওই ঘরগুলি দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। জয়গাঁ থেকে আসা এক পর্যটক নেপাল শর্মা বলেন, “এই গরমে জল কিনতে পাঁচশো মিটার হাঁটতে হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement