Ananta Maharaj

Udayan Guha: রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব, দরকারে অন্যের রক্তও ঝরবে, বিজেপিকে হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

উদয়ন বলেন, ‘‘রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমার রক্ত দেব না, প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। কারণ, আমরা কেউ চুড়ি পরে বসে নেই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২৩:০০
Share:

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিজস্ব চিত্র।

গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ যখন উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত এলাকা করার দাবি তুলছেন, সেই দাবিকে সমর্থন করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তখন রক্ত দিয়ে বাংলা ভাগ রোখার ডাক দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হুঁশিয়ারি দিলেন, প্রয়োজনে ঝরবে অন্যের রক্তও, এটা যেন ভুলে না যায় বিজেপি।

Advertisement

রবিবারই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণার দাবি তুলেছেন অনন্ত। একই মঞ্চ থেকে সেই দাবিকে সমর্থন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির দিকে তোপ দাগলেন উদয়ন। তাঁর দাবি, বিজেপি বুঝে গিয়েছে, এই বাংলায় থেকে মুখ্যমন্ত্রী বা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়া যাবে না। তাই বাংলা ভাগ করার দাবি তুলছে তারা। কিন্তু বঙ্গভঙ্গের দাবি নিজের রক্ত দিয়ে রুখবেন বলে জানিয়ে দেন উদয়ন। প্রসঙ্গত, উত্তরবঙ্গে এসে নিজের রক্ত দিয়ে বাংলা ভাগ রোখার কথা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন অভিষেকের সেই দাবিকে আরও খানিকটা এগিয়ে নিয়ে গিয়ে উদয়ন বলেন, ‘‘রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমার রক্ত দেব না, প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। এই কথাটা বিজেপির নেতাদের মাথায় রাখতে বলব। বাংলা ভাগকে রুখতে গিয়ে আমার শরীরের রক্ত দেব, আর তোমার শরীরের রক্ত যাবে না, তা হবে না। রক্ত গেলে, দু’জনের রক্তই যাবে। কারণ, আমরা কেউ চুড়ি পরে বসে নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন