আহত এক জওয়ন। —নিজস্ব চিত্র।
সীমান্তরক্ষী বাহিনীর গাড়ির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গিয়েছেন বিএসএফের হাবিলদার পদমর্যাদার এক কর্মী। বুধবার কোচবিহারের এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় চার জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার কোচবিহার-২ ব্লকের কাকরিবাড়ি এলাকায় রাজ্য সড়কে একটি বাসের সঙ্গে বিএসএফের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই গাড়িতে ছিলেন বিএসএফের ৪৫ নম্বর (ধুবড়ি) ব্যাটালিয়নের কর্মীরা। দুর্ঘটনায় চার বিএসএফ কর্মী-সহ সেই সময়ে ওই রাস্তা দিয়ে যাওয়া এক বাইক আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। বিএসএফের গাড়িচালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হরি ওম প্রকাশ। তিনি হাবিলদার পদে কর্মরত ছিলেন। বাকি দুই বিএসএফ কর্মী স্থানীয় নার্সিংহোমে চিকিৎসাধীন। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএসএফের গোপালপুর সেক্টরের আধিকারিক কীর্তি দত্ত যাদব। অন্য দিকে, পুলিশ জানিয়েছে আহত বাইকচালকের নাম সুব্রত দত্ত।