শ্লীলতাহানি, ধৃত পুলিশ

এক মহিলা টোটোচালককে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগে এক পুলিশকর্মী-সহ দুজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া নেতাজি মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মানিক ভট্টাচার্য ও পল্লব আচার্য। মানিক বাগডোগরা থানার কনস্টেবল। পল্লব নামে ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলেও তার কোনও প্রমাণ দেখাতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৩৬
Share:

এক মহিলা টোটোচালককে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগে এক পুলিশকর্মী-সহ দুজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া নেতাজি মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মানিক ভট্টাচার্য ও পল্লব আচার্য। মানিক বাগডোগরা থানার কনস্টেবল। পল্লব নামে ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলেও তার কোনও প্রমাণ দেখাতে পারেনি বলে পুলিশ জানিয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি ও বিভাগীয় তদন্ত করা হচ্ছে।’’ ওই পুলিশকর্মীকে ক্লোজ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

এদিন বিকেলে ওই টোটোচালক তাঁর টোটো নিয়ে নেতাজি মোড়ের কাছে দাঁড়িয়ে অন্য টোটোচালকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দুই যুবক মদ্যপ অবস্থায় তাঁর ছবি তোলে ও তাঁকে লক্ষ্য করে কটুক্তি করে। তিনি বাধা দিলে একজন নিজেকে পুলিশ ও অপরজন সাংবাদিক বলে পরিচয় দেয়। এরপরেই তিনি নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement