Onion

কেন্দ্রের নির্দেশে বিপাকে

দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে বিদেশে রফতানিযোগ্য পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০২:০২
Share:

প্রতীকী চিত্র

টানা কয়েকদিন ধরে চড়ছিল পেঁয়াজের দাম। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি ঠেকাতে বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ রাখার নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড বিভাগ। সেই নির্দেশিকার জেরে মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যকেন্দ্র দিয়ে গত সোমবার বিকেল থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে গিয়েছে। তাতে মহদিপুর সীমান্ত বাণিজ্যকেন্দ্রের রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রায় পাঁচশো ট্রাক বোঝাই পেঁয়াজ নষ্টের মুখে। রফতানিকারকদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে এবং সময় না দিয়ে আচমকা পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়েছে। ওই নির্দেশিকা জারির আগে পর্যন্ত যে কয়েকটি পেঁয়াজ বোঝাই ট্রাকের উপরে ব্যাঙ্কে লেটার অব ক্রেডিট (এলসি) রয়েছে, সে সমস্ত পেঁয়াজ বাংলাদেশে রফতানির অনুমতি দেওয়ার জন্য রফতানিকারকদের রাজ্য সংগঠন চিঠি দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড-এর কাছে।

Advertisement

দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে বিদেশে রফতানিযোগ্য পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড বিভাগ। শুধু তাই নয়, পরবর্তীতে সংশ্লিষ্ট দফতর নির্দেশিকা জারি করে বিদেশে পেঁয়াজ রফতানিই বন্ধ করে দেয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে পেঁয়াজের মূল্যবৃদ্ধির জোরে গত ১৪ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করে বিদেশে ফের পেঁয়াজ রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতর।

মালদহের মহদিপুর সীমান্ত বাণিজ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, ওই পথে প্রতি দিন অন্তত শখানেক ট্রাকে পেঁয়াজ বাংলাদেশে রফতানি করা হয়ে। কিন্তু কেন্দ্রের নির্দেশিকায় রফতানি বন্ধ হয়ে গিয়েছে। রফতানিকারকেরা জানান, যেহেতু বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ব্যাপারে আগাম কিছু জানানো হয়নি, তাই মহারাষ্ট্রের নাসিক এবং বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্ত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক এসে পৌঁছেছে মহদিপুর সীমান্ত বাণিজ্যকেন্দ্রে। এখন অন্তত ৫০০টি ট্রাক দাঁড়িয়ে রয়েছে

Advertisement

মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলুল হক বলেন, "একে প্রচণ্ড গরম, মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। তাতে ট্রাকে থাকা পেঁয়াজে পচন ধরা সময়ের অপেক্ষা।" ওয়েস্টবেঙ্গল এক্সপোটার্স কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক উজ্জল সাহা বলেন, "দেশের পেঁয়াজের চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষায় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা চাইছি ওই নির্দেশিকা জারির আগে যে সমস্ত পেঁয়াজ বোঝাই ট্রাকের উপরে ব্যাঙ্কের লেটার অব ক্রেডিট কাটা হয়েছে, সেগুলিকে যেন বাংলাদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন