Darjeeling Municipality

পাহাড়ের রাস্তায় পোষ্যেরা মলমূত্র ত্যাগ করলে জরিমানা মালিকদের! দার্জিলিঙে নয়া নিয়ম

পুর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, অনেকেই পোষ্যকে খোলা স্থানে মলমূত্র ত্যাগ করান বা তা ফেলে যান। এতে পাহাড়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। যাঁরা প্রাতর্ভ্রমণে বার হন, তাঁরা অনেকেই এমন অভিযোগ করে থাকেন। সেই অভিযোগ অগ্রাহ্য করা যায় না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২১:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেড়াতে যাবেন। কিন্তু পোষ্যকে দেখার মতো কেউ নেই বাড়িতে। অনেকে আবার যেখানেই যান, সঙ্গী করেন পোষ্যকে। কিন্তু এ বার থেকে দার্জিলিং ভ্রমণে পোষ্যকে নিয়ে গেলে আলাদা প্রস্তুতি নিতেই হবে পর্যটকদের। অন্যথায় হতে পারে জরিমানা। কারণ, নয়া নিয়ম চালু করছে দার্জিলিং পুরসভা।

Advertisement

পুরসভা কর্তৃপক্ষ পাহাড়ের সৌন্দর্য, শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সকলের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে রয়েছে পোষ্য সংক্রান্ত কিছু নিয়ম। সম্প্রতি দার্জিলিং পুরসভার মাসিক অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও পর্যটক যদি পোষ্য (বিশেষ করে কুকুর ও বিড়াল) নিয়ে পাহাড়ে বেড়াতে যান, ওই পোষ্যের টিকাকরণ বাধ্যতামূলক। শুধু তাই নয়, পাহাড়ের রাস্তার যেখানে সেখানে পোষ্য মলমূত্র ত্যাগ করলে তার শাস্তি পাবেন মালিক। দিতে হবে আর্থিক জরিমানা। অঙ্কটা নিছক কম নয়, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। একই নিয়ম চালু করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের জন্যেও।

পুর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, অনেকেই পোষ্যকে খোলা স্থানে মলমূত্র ত্যাগ করান বা তা ফেলে যান। এতে পাহাড়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিশেষ করে যাঁরা প্রাতর্ভ্রমণে দার্জিলিঙের চৌরাস্তা এলাকায় যান, তাঁরা অনেকেই এমন অভিযোগ করে থাকেন। সেই অভিযোগের যথার্থ কারণও আছে। কুকুর-বিড়ালের মলমূত্রে এক দিকে যেমন পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনই বিভিন্ন রোগব্যাধি ছড়ানোর আশঙ্কা থাকে। দার্জিলিং পুরসভা সূত্রে খবর, পাহাড়বাসীদের মধ্যে যাঁরা কুকুর কিংবা বিড়াল পোষেন, তাঁরা যেন পোষ্যের টিকাকরণ নিশ্চিত করেন, তা নিয়ে নির্দেশিকা দেওয়া হবে। বাণিজ্যিক ভাবে পাহাড়ে পশুপালন করছেন যাঁরা, তাঁদের উদ্দেশে বলা হচ্ছে, কুকুর-বিড়াল বা অন্য প্রাণীদের মলমূত্র পুরসভার ঠিক করা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। সে জন্য পুরসভার তরফে নির্দিষ্ট জিনিসপত্র দেওয়া হবে। এ জন্য বার্ষিক কর আদায় করবে পুরসভা। আর টিকাকরণের বিষয়টিতে নজরদারি চালাবেন প্রাণীসম্পদ বিকাশ বিভাগের আধিকারিকেরা।

Advertisement

দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরী বলেন, ‘‘সকালে অনেক সময় চৌরাস্তা, ম্যাল সংলগ্ন অথবা পাহাড়ের সুন্দর সুন্দর জায়গায় পোষ্যদের মলমূত্র ত্যাগ করাতে নিয়ে যান অনেকে। এতে রাস্তা তথা পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়। পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সে জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

তবে এখনই এই নিয়ম চালু হচ্ছে না। ইংরেজির নতুন বছর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকেই পোষ্য সংক্রান্ত নয়া বিধি চালু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement