নার্সিংহোমে গ্যাস লিক

অক্সিজেন সরবরাহের গ্যাসের পাইপে ‘লিক’ হয়েছে সন্দেহে আতঙ্ক ছড়াল শিলিগুড়ির প্রধাননগরের একটি নার্সিংহোমে। শুক্রবার বেলা সওয়া ২টোর ঘটনা।

Advertisement

কিশোর সাহা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০২:০১
Share:

অক্সিজেন সরবরাহের গ্যাসের পাইপে ‘লিক’ হয়েছে সন্দেহে আতঙ্ক ছড়াল শিলিগুড়ির প্রধাননগরের একটি নার্সিংহোমে।

Advertisement

শুক্রবার বেলা সওয়া ২টোর ঘটনা। গ্যাসের কটু গন্ধে শঙ্কিত হয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের কয়েকজন উদ্বিগ্ন হয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানোর জন্য কয়েকজন রোগীর পক্ষ থেকে অনুরোধও করা হয়। অভিযোগ, কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেননি। ইতিমধ্যে এক রোগীর আত্মীয় শিলিগুড়ির প্রধাননগর থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়ে দেন। পুলিশের পক্ষ থেকে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। ইতিমধ্যে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে পাইপ ঠিক করা হলে পরিস্থিতি শান্ত হয়।

দমকলের এক অফিসার জানান, সওয়া ২টো নাগাদ স্থানীয় থানা থেকে ফোন পেয়ে প্রধাননগরের মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিকে একটি ইঞ্জিন যায়। অক্সিজেন গ্যাসের পাইপ লিক হয়েছে বলে খবর ছিল। দমকলকর্মীরা পৌঁছে দেখেন, কর্তৃপক্ষ পরিস্থিতি প্রায় আয়ত্তে এনে ফেলেছেন। পৌনে ৩টে নাগাদ সব স্বাভাবিক হলে দমকল ফিরে যায়। মেডিকা-নর্থ বেঙ্গলের জেনারেল ম্যানেজার অজয় সিংহ বলেন, ‘‘গুরুতর কোনও ত্রুটি হয়নি। গন্ধে বার হওয়ায় কয়েকজন হইচই করেন। আমাদের কর্মীরাই পাইপ দেখে পরিস্থিতি আয়ত্তে আনছিলেন। কেউ থানায় ফোন করলে সেখান থেকে দমকলে খবর পাঠানো হয়।’’

Advertisement

তবে রোগীদের কয়েকজনের পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যেখানে কটু গন্ধ বার হচ্ছে বলে রোগীরা জানাচ্ছেন, সেখানে কেন সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ দমকলে খবর দিলেন না কেন, সেই প্রশ্নেই ক্ষুব্ধ তাঁরা। প্রধাননগর থানার অফিসারদের কয়েকজন জানান, গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের নজরেও বিষয়টি আনা হয়েছে। সূত্রের খবর, জেলা স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধি দল ওই নার্সিংহোমে পাঠানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন