ফল খারাপ কেন, আজ বৈঠকে অরূপ

দলের খারাপ ফলের ব্যাখ্যা খুঁজতে শিলিগুড়িতে আসছেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ, মঙ্গলবার শিলিগুড়ির তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অরূপবাবুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০২:০১
Share:

দলের খারাপ ফলের ব্যাখ্যা খুঁজতে শিলিগুড়িতে আসছেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ, মঙ্গলবার শিলিগুড়ির তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অরূপবাবুর। দার্জিলিং জেলায় তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গ সফরে এসেছেন অরূপবাবুও। এ বারের বিধানসভা ভোটে শিলিগুড়ি আসন তৃণমূলের হাতছাড়া হয়েছে। বস্তুত, দার্জিলিং জেলায় একটিও আসন পায়নি তৃণমূল। আজ, মঙ্গলবার অরূপবাবুর বৈঠকের পরে আগামী কাল বুধবার মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে সরকারি কর্মসূচি রয়েছে। দলের অন্দরের খবর, সে দিন জেলা নেতাদের ডেকে পৃথক ভাবে নির্দেশও দিতে পারেন তিনি। সে দিন সংগঠনে কিছু রদবদলের ঘোষণা হতে পারে বলে দাবি দলেরই একাংশের।

Advertisement

মালদহ জেলাতেও তৃণমূল এ বার কোনও আসন জেতেনি। আবার মালদহ, দার্জিলিঙের মতো শূন্য না হলেও দক্ষিণ দিনাজপুরে দলের ফল আশানুরূপ হয়নি। দলের নেতাদের মধ্যে ঝগড়ার জন্যই ফল খারাপ হয়েছে বলে ভোটের পরে কলকাতায় বৈঠকে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। মালদহ এবং দক্ষিণ দিনাজপুর, দুই জেলাতেই সংগঠনে কিছু রদবদল আনা হয়। দার্জিলিং জেলায় এখনও তেমন পদক্ষেপ করা হয়নি। সূত্রের খবর, প্রথমে শিলিগুড়ির নেতাদের আলিপুরদুয়ারে ডেকে বৈঠক করার কথা ছিল তাঁর। তবে এ দিন শিলিগুড়ি পুরসভার বাজেট থাকায় দলের অনেক কাউন্সিলির সেই বৈঠকে যেতে পারবেন না। সে কারণে তিনি নিজেই শিলিগুড়িতে এসে বৈঠক করবেন বলে স্থির হয়েছে।

এ দিন বিমানবন্দরে শিলিগুড়ির নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবও। বিমানবন্দরে অবশ্য শিলিগুড়ির নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর তেমন কথা হয়নি। তবে বিমানবন্দরের লাউঞ্জে ভাইচুং ভুটিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। তৃণমূলের কয়েক জন মনে করছেন, ভাইচুংকে দলের জেলা সংগঠনেও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী। ভাইচুং অবশ্য পরে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, ‘‘নেহাতই সৌজন্যমূলক কথা হয়েছে।’’ এ দিন বিমানবন্দরে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারও। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়নি। অরূপবাবুর সঙ্গে আলোচনা হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন