Train accident

প্যাসেঞ্জার ট্রেনে পিছন থেকে ধাক্কা ইঞ্জিনের! বেশ কয়েক জন যাত্রী জখম কোচবিহারের বামনহাটে

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বামনহাট রেলস্টেশনে একটি লোকাল ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা লাগে। তাতে গুরুতর আহত হন কয়েক জন যাত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৯
Share:

কোচবিহারের বামনহাটি রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনা। —নিজস্ব চিত্র।

আবার রেল দুর্ঘটনা! অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালেন যাত্রীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটছে কোচবিহারের বামনহাট রেলস্টেশনে। দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েক জন যাত্রী।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, ইঞ্জিন ঘোরানোর সময় বামনহাট রেলস্টেশনে একটি প্যাসেঞ্জার ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা লাগে। তাতে গুরুতর আহত হন কয়েক জন যাত্রী। জানা গিয়েছে, সকালে বামনহাটি থেকে শিলিগুড়ি ১৫৪৬৮ প্যাসেঞ্জার ট্রেনটি রেলস্টেশনে পৌঁছেছিল। সেখান থেকে শিলিগুড়ির দিকে রওনা হওয়ার সময়ে ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর জন্য কামরা থেকে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইঞ্জিনটি ঘুরিয়ে নিয়ে আবার ট্রেনের সঙ্গে সংযোগ করার সময়ে বিপত্তি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে ইঞ্জিনটি। তাতে সংশ্লিষ্ট কামরার ক্ষতি হয়েছে। প্রবল ঝাঁকুনিতে জখম হন যাত্রীরা।

স্থানীয় সূত্রের খবর, ৫-৬ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমন দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। তবে রেলের তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement