Patient Death

ভুল চিকিৎসার জেরে রোগী মৃত্যু কালিয়াগঞ্জ! বিক্ষোভ পরিবারের সদস্যদের, হাসপাতাল সুপারকে ঘেরাও করার ডাক বিজেপির

বৃহস্পতিবার বাঁ হাতের ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন চানু। চিকিৎসকেরা প্রথমে একটি ইঞ্জেকশন দেন, ব্যথা কিছু ক্ষণের জন্য বন্ধ হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৪:১৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। মৃত কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ধন্দোরপাইল গ্রামের বাসিন্দা চানু বর্মণ।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বাঁ হাতের ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন চানু। চিকিৎসকেরা প্রথমে একটি ইঞ্জেকশন দেন, ব্যথা কিছু ক্ষণের জন্য বন্ধ হয়েছিল। ফের হাতে ব্যথা শুরু হলে আবারও একটি ইঞ্জেকশন দিতেই হঠাৎ খিঁচুনি ওঠে তাঁর। তার কিছুক্ষণের মধ্যে মারা যান চানু। এর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যেরা। তাঁদের প্রশ্ন, হাতে ব্যথা নিয়ে চিকিৎসা করতে আসা ব্যক্তির কী করে মৃত্যু হয়? ভুল চিকিৎসার অভিযোগ জানিয়ে কালিয়াগঞ্জ থানা লিখিত অভিযোগ জানান তাঁরা।

রোগী মৃত্যুর খবর পেতেই হালপাতালে আসেন বিজেপির পুর কাউন্সিলর তথা জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস। তিনি জানান, বার বার হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটার প্রতিবাদে তাঁরা খুব শীঘ্রই হাসপাতাল সুপারকে ঘেরাও করার কর্মসূচির আয়োজন করবেন।

Advertisement

ঘটনার তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement