দুই তারকা নেতায় মজল শহর

এ বলে আমায় দ্যাখ, ও বলে আমাকে! মঙ্গলবার দিনভর তৃণমূল সাংসদ অভিনেতা দেব ও বিজেপি সাংসদ গায়ক বাবুল সুপ্রিয়কে ঘিরে উৎসাহে ভাসেন মালদহের মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ০১:৪৪
Share:

মালদহে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার দেবের। —নিজস্ব চিত্র

এ বলে আমায় দ্যাখ, ও বলে আমাকে! মঙ্গলবার দিনভর তৃণমূল সাংসদ অভিনেতা দেব ও বিজেপি সাংসদ গায়ক বাবুল সুপ্রিয়কে ঘিরে উৎসাহে ভাসেন মালদহের মানুষ। এক জন দলের সমর্থনে উন্নয়ন মূলক কথা বলে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যজন কেন্দ্রের উন্নয়নমূলক কথা বলার পাশাপাশি কর্মী সমর্থকদের আবদারে সিনেমার গানও গাইলেন।

Advertisement

বালুরঘাটে অনুরাগীদের সঙ্গে নিজস্বী বাবুল সুপ্রিয়র।—নিজস্ব চিত্র

Advertisement

এ দিন মালদহ বিধানসভা কেন্দ্রের যাত্রাডাঙার পল্লিশ্রী মাঠে তৃণমূল প্রার্থী দুলাল সরকারের সমর্থনে ভোট প্রচারে আসেন তৃণমূল নেতা মুকুল রায়। তাঁর সঙ্গে গাড়ি থেকে দেব নীচে নামতেই দলীয় কর্মী সমর্থকেরা ফুল ছুড়তে থাকেন। সামনের ব্যারিকেড ভেঙে কর্মী সমর্থকেরা মঞ্চের সামনে গিয়ে ছবি তুলতে শুরু করে দেন। বিজেপি প্রার্থী গোপাল সাহার সমর্থনে একই কেন্দ্রের মুচিয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় আসতেই উৎসাহে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। রাতে ইংরেজবাজারে পদ যাত্রাও করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement