জলের সঙ্কটে ক্ষুব্ধ কালিম্পং

টানা পাঁচ দিন ধরে ধরে জল সরবরাহ বন্ধ। পানীয় জল না পেয়ে বাসিন্দাদের দুর্ভোগ অব্যাহত রয়েছে কালিম্পঙে। চড়া দামে পানীয় জল কিনে খেতে হচ্ছে বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০২:৩৪
Share:

টানা পাঁচ দিন ধরে ধরে জল সরবরাহ বন্ধ। পানীয় জল না পেয়ে বাসিন্দাদের দুর্ভোগ অব্যাহত রয়েছে কালিম্পঙে। চড়া দামে পানীয় জল কিনে খেতে হচ্ছে বাসিন্দাদের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, সুযোগ বুঝে একাংশ ব্যবসায়ী জলের বোতলের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। বাসিন্দাদের অনেককেই বেশি দামে কিনতে না পেরে, ঝোরার জল খেতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন। প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, বৃহস্পতিবার বিকেলের পর থেকে জল সরবরাহ শুরু হয়েছে। যদিও, বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, এ দিন রাত পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক হয়নি।

Advertisement

নেওড়া জল প্রকল্প থেকে কালিম্পং শহর ও লাগোয়া এলাকায় জল সরবরাহ হয়। দেখভাল করে জনস্বাস্থ্য কারিগরি দফতর। প্রযুক্তিগত সমস্যার কারণে গত কয়েকদিন জল সরবরাহ বন্ধ ছিল বলে দাবি করা হয়েছে। একটি পাইপ সংস্কার চলতে থাকায় বিভ্রাটের সূত্রপাত। কালিম্পঙে প্রতিদিন প্রায় ৯ লক্ষ গ্যালন জল সরবরাহ হয়। এই বিপুল জলের চাপ সামালানোর ক্ষমতা পাইপের পক্ষে সম্ভব নয় বলে সংস্কারের কাজ শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের কালিম্পঙের নির্বাহী বাস্তুকার অনীত ছেত্রী বলেন, ‘‘নেওড়া প্রকল্প থেকে আমরা জল পাই। সেই জল না পাওয়াতে সরবরাহ সম্ভব হয়নি। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’

কালিম্পঙের বাসিন্দা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রফুল্ল রাওয়ের অভিযোগ, ‘‘গত কয়েকদিনে প্রায় হাজার টাকার জল কিনতে হয়েছে। আগে থেকে জানানো হল, জল জমিয়ে রেখে দেওয়া যেত।’’ পর্যটনের মরসুম না হলেও, কালিম্পঙে এখনও অনেক পর্যটক রয়েছেন। হোটেল ব্যবসায়ীরাও ক্ষুব্ধ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন