Alipurduar Incident

সিলিং থেকে ঝুলছেন যুবক, পাশের ঘরে প্রৌঢ়া ও শিশুর নিথর দেহ! একই পরিবারে তিন রহস্যমৃত্যু মাদারিহাটে

সোমবার ওই আবাসনের একটি ঘর থেকে প্রথমে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে পাশের ঘর থেকে এক প্রৌঢ়া এবং শিশুর দেহ পাওয়া যায়। তবে পুলিশ এখনও পর্যন্ত মৃতদের নাম এবং পরিচয় জানায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৭:৩৮
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

একই পরিবারের তিন জনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের মাদারিহাটে। জলদাপাড়ার বন বিভাগের সরকারি আবাসনে মৃত্যুর ঘটনা ঘটেছে। আত্মহত্যা না কি তিন জনের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সোমবার ওই আবাসনের একটি ঘর থেকে প্রথমে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে পাশের ঘর থেকে এক প্রৌঢ়া এবং শিশুর দেহ পাওয়া যায়। তবে পুলিশ এখনও পর্যন্ত মৃতদের নাম এবং পরিচয় জানায়নি।

সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ওই তিন জনের দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক বেকার ছিল। তাঁর বাবা বনবিভাগে কাজ করতেন। যদিও মৃত যুবকের সঙ্গে ওই প্রৌঢ়া এবং শিশুর কী সম্পর্ক, তা জানা যায়নি। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Advertisement

মৃত যুবকের এক আত্মীয় তিলক জানান, রবিবার রাতে তিনি ওই বাড়িতেই ছিলেন। খাওয়াদাওয়া সারেন এক সঙ্গে। ভোর ৪টে নাগাদ ঘুম থেকে উঠে নিজের বাড়ি চলে যান। পরে তাঁর স্ত্রী তাঁকে তিন জনের মৃত্যুর কথা জানান। শোনামাত্রই ঘটনাস্থলে আসেন তিলক। পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখছে। পরিবারের লোক তো বটেই, আত্মীয় এবং প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement