Potato

Crop: শীতে যে ভরা বর্ষার ছোঁয়া, জলে ডুবেছে আলুর জমি, মাথায় হাত কৃষকদের

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। শুক্রবারও সেই পরিস্থিতির বদল হয়নি। বরং টানা বৃষ্টির জেরে জম জমে গিয়েছে জমিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:১০
Share:

জলে ডুবেছে আলুর জমি। নিজস্ব চিত্র

অকাল বৃষ্টির জেরে ক্ষতির মুখে মালদহ জেলার কৃষকরা। ঝোড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টির জেরে আলু চাষে ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা। আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। শুক্রবারও সেই পরিস্থিতির বদল হয়নি। বরং টানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছে জমিতে। তার জেরে মাথায় হাত কৃষকদের। পুরাতন মালদহ ব্লকের ভাবুক এবং মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে একটি বড় অংশের জমিতে আলু উৎপাদন হয়ে থাকে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝায় বিপদ দেখছেন কৃষকরা। বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমি এখন জলের তলায়।

Advertisement

কৃষকদের আশঙ্কা, জমি বৃষ্টির জলে ডুবে থাকলে আলুগাছ পচে যাবে। স্থানীয় কৃষকদের একটি অংশের বক্তব্য, আলু উৎপাদন করতে তাঁদের ব্যাঙ্ক থেকে কৃষিঋণ নিতে হয়েছে। অকাল বৃষ্টির জেরে চাষে ক্ষয়ক্ষতি হলে তাঁরা আর্থিক ভাবে বিপদে পড়বেন বলেও আশঙ্কা করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন