লোডশেডিং

আলিপুরদুয়ারে বারবার লোশেডিং হওয়ায় সমস্যা পড়লেন ভোটাররা। বেশ কিছু বুথে মোমবাতি জ্বালিয়ে ভোট করতে দেখা যায় ভোটকর্মীদের। ১২/৯৬ বুথে সকাল আটটা নাগাদ ইভিএম খারাপ হলেও তা বদলনো হয় প্রায় দু’ঘন্টা পরে।

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৩:০১
Share:

আলিপুরদুয়ারে বারবার লোশেডিং হওয়ায় সমস্যা পড়লেন ভোটাররা। বেশ কিছু বুথে মোমবাতি জ্বালিয়ে ভোট করতে দেখা যায় ভোটকর্মীদের। ১২/৯৬ বুথে সকাল আটটা নাগাদ ইভিএম খারাপ হলেও তা বদলনো হয় প্রায় দু’ঘন্টা পরে। সূর্যনগর এলাকায় ১২/৯৩ বুথে রাজ্য পুলিশের এক কন্সটেবেল বুথের বারান্দায় দাঁড়ানোয় অভিযোগ হয়। অতিরিক্ত পুলিশ সুপার সালভে মুরুগণ বলেন, “রাজ্য পুলিশ বুথে ভোটারদের লাইন ঠিক করতে পারে। ওই পুলিশকর্মী সেই কাজ করছিলেন। বুথের ভিতরে ঢোকেননি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement