বিল বকেয়া, টেলিফোন এক্সচেঞ্জের বিদ্যুত্‌ সংযোগ ছিন্ন

নির্ধারিত সময়ে বকেয়া বিল না মেটানোর অভিযোগে এ বার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্গাপুর এলাকার বিএসএনএলের ভুপালপুর টেলিফোন এক্সচেঞ্জের বিদ্যুত্‌ সংযোগ বিচ্ছিন্ন করল রাজ্য বিদ্যুত্‌ বন্টন কোম্পানি। শনিবার রাত ৮টা নাগাদ কোম্পানির তরফে ওই এক্সচেঞ্জের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৫ ০১:৩৬
Share:

নির্ধারিত সময়ে বকেয়া বিল না মেটানোর অভিযোগে এ বার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্গাপুর এলাকার বিএসএনএলের ভুপালপুর টেলিফোন এক্সচেঞ্জের বিদ্যুত্‌ সংযোগ বিচ্ছিন্ন করল রাজ্য বিদ্যুত্‌ বন্টন কোম্পানি। শনিবার রাত ৮টা নাগাদ কোম্পানির তরফে ওই এক্সচেঞ্জের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

Advertisement

বিএসএনএল সূত্রের খবর, এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ জেনারেটরের সাহায্যে এক্সচেঞ্জের পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালালেও পরিষেবা আংশিক বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্গাপুর এলাকায় ল্যান্ডফোন, ইন্টারনেট ও মোবাইল মিলিয়ে প্রায় ১১ হাজার গ্রাহক রয়েছেন। তার মধ্যে বর্তমানে প্রায় চার হাজার গ্রাহক গত দু’দিন ধরে ল্যান্ডফোন, ইন্টারনেট ও মোবাইল পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ।

উল্লেখ্য, বকেয়া বিল না মেটানোর অভিযোগে গত দেড় মাসে এই নিয়ে কোম্পানি জেলার বিভিন্ন ব্লকে বিএসএনএলের মোট ৬টি টেলিফোন এক্সচেঞ্জের বিদ্যুত্‌ সংযোগ বিচ্ছিন্ন করল। বিএসএনএল কর্তৃপক্ষ আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া বিল মেটানোর আশ্বাস দেওয়ায় ইতি মধ্যে অবশ্য ৫টি এক্সচেঞ্জের সংযোগ ফিরিয়ে দিয়েছে কোম্পানি।

Advertisement

বিএসএনএল কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি কোম্পানি কর্তৃপক্ষ রসাখোয়া ও চাকুলিয়া এক্সচেঞ্জের মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল পাঠিয়েছে। তাঁদের পক্ষে ওই টাকা মেটানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফের ওই দুই এক্সচেঞ্জের সংযোগ বিচ্ছিন্ন করা হলে কোম্পানির বিরুদ্ধে মামলা করার হুমকি দেন বিএসএনএল কর্তৃপক্ষ।

বিএসএনএলের সহকারি জেনারেল ম্যানেজার প্রদীপ সরকারের দাবি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভুপালপুর এক্সচেঞ্জের বিদ্যুত্‌ বিল বাবদ ৬৫ হাজার টাকা বকেয়া রয়েছে। গত ৭ মার্চ সেই বিল জমা দেওয়ার শেষ দিন হলেও প্রশাসনিক কিছু সমস্যার কারণে ওই সময়ের মধ্যে বিল জমা দেওয়া যায়নি। তিনি বলেন, “আগামী ৩১ মার্চের মধ্যে আমরা রসাখোয়া ও চাকুলিয়া এক্সচেঞ্জ বাদে সমস্ত এক্সচেঞ্জের বকেয়া বিল মিটিয়ে দেব। কোম্পানি নির্দিষ্ট সময়ে বিল না পাঠানোয় সমস্যা তৈরি হয়েছে। কোম্পানিকে ভুপালপুর এক্সচেঞ্জের সংযোগ স্বাভাবিক করার অনুরোধ করেছি।” কোম্পানির রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুনীল কুমারের দাবি, আইন মেনেই বিএসএনএলকে বকেয়া বিল পাঠানো হয়েছে। তিনি বলেন, “৩১ মার্চের পর কোনও এক্সচেঞ্জের বিদ্যুত্‌ বিল বকেয়া থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, গত পাঁচ বছর ধরে প্রায় ৪০ লক্ষ টাকা বকেয়া বিল না মেটানোর অভিযোগে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি কোম্পানি রসাখোয়া ও চাকুলিয়া এক্সচেঞ্জ-সহ করণদিঘি ব্লকের ডালখোলা, পূর্ণিয়া ও গোয়ালপোখর-১ ব্লকের সাহাপুর এক্সচেঞ্জের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরিষেবা সমস্যায় পড়েন ২৬ হাজার গ্রাহক। চার দিন পরিষেবা বিপর্যস্ত থাকার পর বিএসএনএল কতৃর্পক্ষের আশ্বাসে বিদ্যুত্‌ সংযোগ স্বাভাবিক করে কোম্পানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন