দিনাজপুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলা-সহ ৪ জনের

প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন অন্তঃসত্ত্বা মহিলা-সহ ৪ জন। মারা গিয়েছেন ওই মহিলার স্বামী এবং মা-ও। বুধবার রাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার ৫১২নম্বর জাতীয় সড়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ১৬:০৩
Share:

দুমড়ে মুচড়ে গিয়েছে অ্যাম্বুল্যান্সটি। ছবি: অমিতরতন মোহন্ত

প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন অন্তঃসত্ত্বা মহিলা-সহ ৪ জন। মারা গিয়েছেন ওই মহিলার স্বামী এবং মা-ও। বুধবার রাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার ৫১২নম্বর জাতীয় সড়কে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রেজিনা বিবি (২০), তাঁর স্বামী ইয়াসিন মণ্ডল (২৮) এবং মা রসিদা বিবি (৪৫)। রেজিনা ৮ মাসের অন্তঃসত্ত্বা। ওই দিন কুমারগঞ্জের বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে রেজিনাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসেন তাঁর মা এবং স্বামী। রাতে পরিস্থিতির অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সে রেজিনারা হাসপাতালের দিকেই রওনা দিয়েছিলেন। ৫১২ নম্বর জাতীয় সড়কের মেহেন্দি পাড়া এলাকার কাছে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। ঘটনাস্থলেই মারা যান চালক এবং রেজিনারা। রেজিনার পরিবারের দাবি, চালক মদ্যপ ছিলেন। সে কারণেই এই দুর্ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন