প্রস্তুতি শুরু হল ডুয়ার্স উৎসবের

এ বারের বিশ্ব ডুয়ার্স উৎসবে একঝাঁক তারকা শিল্পীর সমাগম হতে চলেছে আলিপুরদুয়ারে। এছাড়া প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান ও নেপালের স্টল তো থাকবেই। রবিবার ডুয়ার্স উৎসবের খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। সেখানেই উদ্যোক্তাদের তরফে এ বারের ডুয়ার্স উৎসবের নানা পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০২:২৭
Share:

প্রস্তুতি: আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে ডুয়ার্স উৎসবের খুঁটিপুজো হল রবিবার সকালে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়ক ও কমিটির অন্যান সদস্যরা। নিজস্ব চিত্র

এ বারের বিশ্ব ডুয়ার্স উৎসবে একঝাঁক তারকা শিল্পীর সমাগম হতে চলেছে আলিপুরদুয়ারে। এছাড়া প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান ও নেপালের স্টল তো থাকবেই। রবিবার ডুয়ার্স উৎসবের খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। সেখানেই উদ্যোক্তাদের তরফে এ বারের ডুয়ার্স উৎসবের নানা পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।

Advertisement

আগামী ২৯ ডিসেম্বর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শুরু হচ্ছে এ বছরের ডুয়ার্স উৎসব। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এ বার ডুয়ার্স উৎসব ১৫ বছরে পা দিয়েছে। প্রতি বছরই ডুয়ার্স উৎসবের দিনগুলিতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সেই অনুষ্ঠানের জন্য মুম্বই ও কলকাতার একঝাঁক শিল্পী আনছেন উদ্যোক্তারা। তালিকায় মুম্বইয়ের হিমেশ রেশমিয়া, সাধনা সরগম থেকে শুরু করে এ রাজ্যের বিভিন্ন শিল্পীরা রয়েছেন।

ডুয়ার্স উৎসব কমিটির সম্পাদক তথা বিধায়ক সৌরভ চক্রবর্তী এই বিষয়ে বলেন, ‘‘ডুয়ার্স উৎসবে এত ভাল ভাল শিল্পীর সমাগম আগে কখনও হয়নি। তাই এ বারের ডুয়ার্স উৎসব আরও জমজমাট হবে৷’’ উৎসব কমিটির অন্যতম ব্যক্তি তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য মোহন শর্মা বলেন, ‘‘এ বছর ডুয়ার্স উৎসব যাতে নতুন একটা রূপ পায় সেই চেষ্টা করব।’’

Advertisement

উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের ডুয়ার্স উৎসবে ডুয়ার্সে বসবাস করা নানা জনজাতির সংস্কৃতিকে তুলে ধরা হবে। সেই সঙ্গে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে ডুয়ার্সের পর্যটনের প্রসারকেও। রবিবার ডুয়ার্স উৎসবের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলও। জেলাশাসক আবার ডুয়ার্স উৎসব কমিটির সভাপতিও। তিনি বলেন, ‘‘উৎসবে ডুয়ার্সের পর্যটনকে তুলে ধরার পাশাপাশি ট্যুরিজ়ম হেল্প ডেস্কও থাকবে। পাশাপাশি আর কী কী ব্যবস্থা নেওয়া যায় সেটাও ভেবে দেখা হচ্ছে।’’

উদ্যোক্তারা জানিয়েছেন, বিদেশি কোনও পর্যটক ডুয়ার্স উৎসব দেখতে এলে প্রবেশ মূল্যে পুরোপুরি ছাড় পাবেন। সেই সঙ্গে পর্যটকদের ডুয়ার্স ঘোরার জন্য গাড়িরও ব্যবস্থা থাকবে। তবে তাতে অবশ্য ভাড়া দিতে হবে।

সময়ের সঙ্গে সঙ্গে ডুয়ার্স উৎসবকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস বাড়ছে। সেই কথা মাথায় রেখে এ বার উৎসবের সময়ে প্যারেড গ্রাউন্ড চত্বর শুধু নয়, শহরের নিরাপত্তাও বাড়াতে চাইছেন পুলিশ কর্তারাও। আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, ‘‘ডুয়ার্স উৎসব ক্রমশ কোচবিহারের রাসমেলার পর্যায়ে পৌঁছচ্ছে। তাই এ বার বাড়তি পুলিশবাহিনী আনার চেষ্টা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন