প্রণব পৌঁছলেন গাড়িতে

আবহাওয়া বাধ সাধায় রাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টার সমতল থেকে পাহাড়ে উড়ে যেতে পারল না। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে ১৯টি গাড়ির কনভয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে দার্জিলিং পৌঁছল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০২:৫৩
Share:

আবহাওয়া বাধ সাধায় রাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টার সমতল থেকে পাহাড়ে উড়ে যেতে পারল না। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে ১৯টি গাড়ির কনভয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে দার্জিলিং পৌঁছল। বৃষ্টি-কুয়াশা উপেক্ষা করেই রাস্তার দু’পাশে অর্ভ্যথনার জন্য হাজির ছিলেন বহু মানুষ। কোথাও গাড়ির দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে ফুল, কোথাও খাদা হাতে দাঁড়িয়ে ছিল জনতা। সেসব দেখেই পাহাড়ের উষ্ণতা বুঝেছেন রাষ্ট্রপতি। যেখানেই মানুষের ভিড় দেখেছেন হাসিমুখে হাত নেড়েছেন, নমস্কার করেছেন প্রণববাবু। মঙ্গলবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমে গেলেও রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পাহাড় সরগরম। আজ সড়কপথে বাগডোগরা ছেড়ে কনভয় কিছুটা এগোতেই শুরু হয় বৃষ্টি। এর আগে ২০১৩ সালে একটি ইংরেজি মাধ্যম স্কুলের অনুষ্ঠানে পাহাড়ে এসেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন