স্থায়ী রেজিস্ট্রার চেয়ে বিক্ষোভ গৌড়বঙ্গে

আট বছরেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়নি স্থায়ী রেজিস্ট্রার। এমনকী, দুই বছর ধরে নেই কোনও অস্থায়ী রেজিস্ট্রারও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ০১:৫৩
Share:

আট বছরেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়নি স্থায়ী রেজিস্ট্রার। এমনকী, দুই বছর ধরে নেই কোনও অস্থায়ী রেজিস্ট্রারও। স্থায়ী রেজিস্ট্রারের দাবিতে কার্যকরী সমিতির সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত ছাত্র সংসদের সদস্যরা। ফলে কিছুক্ষণের জন্য থমকে যায় বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সমিতির বৈঠক। যদিও উপাচার্যের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।

Advertisement

বিক্ষোভ তুলে নিলেও স্থায়ী রেজিস্ট্রার হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক বিকাশ রায়কে নিয়োগের দাবি তুলে পোস্টার টাঙানো হয়েছে। তবে এ দিনের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ জড়িত নেই বলে দাবি করেছেন নেতৃত্বরা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি আক্রাম আলি বলেন, ‘‘স্থায়ী রেজিস্ট্রারের দাবি তুলেছেন ছাত্ররা। কারণ তাদেরকে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখানে দলের কোনও বিষয় নেই।’’

এদিনের বৈঠকে রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি ছিল আলোচ্য। কারণ সম্প্রতি ন্যাকের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে রেজিস্ট্রার না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। উপাচার্য গোপালবাবু বলেন, ‘‘বৈঠকের পর পুরো বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন