রায়গঞ্জে এ ভাবেই তেল নেওয়া চলছে। ছবি: গৌর আচার্য
পুলিশি নিরাপত্তা দেওয়া না হলে রাজ্য সরকারের ‘নো হেলমেট নো পেট্রোল’ নির্দেশ কার্যকর করা সম্ভব নয় বলে পুলিশকে সাফ জানিয়ে দিলেন রায়গঞ্জ থানা এলাকার পেট্রোল পাম্পের মালিকেরা। সোমবার পেট্রোল পাম্পের মালিকেরা রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তীর সঙ্গে দেখা করে ওই কথা জানিয়ে দিয়েছেন।
রায়গঞ্জ থানা এলাকায় ২৪টি পেট্রোল পাম্প রয়েছে। গত রবিবার আইসি গৌতমবাবু রায়গঞ্জ থানায় সমস্ত পেট্রোল পাম্পের মালিককে ডেকে বৈঠক করেন। সেখানেই তিনি জানান, হেলমেটহীন বাইক আরোহীদের যেন তেল না দেওয়া হয়। এই নিয়ে একাধিক ফ্লেক্সও করে ফেলেছে পুলিশ। কিন্তু গোলমালের আশঙ্কায় এখনও পর্যন্ত কোনও পাম্প নির্দেশ কার্যকর করতে চাইছে না। ফলে এ দিনও বিভিন্ন পাম্পে হেলমেটহীন বাইক চালকদের পেট্রোল দিতে দেখা গিয়েছে পাম্পের কর্মীদের।
রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার একটি পেট্রোল পাম্পের মালিক দুলাল কুন্ডু বলেন, হেলমেটহীন বাইক চালকদের পেট্রোল না দিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলে পাম্পের কর্মী ও মালিকদের উপর হামলা, পাম্পে ভাঙচুর হতে পারে। তাই পর্যাপ্ত নিরাপত্তা না পেলে রাজ্য সরকারের ‘নো হেলমেট নো পেট্রোল’ নির্দেশ কার্যকর করা সম্ভব নয়। এ কথা আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। জেলার এসপি অমিতকুমার ভরত রাঠৌর জানান, পেট্রোল পাম্পের মালিকদের আশঙ্কার বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।