আত্রেয়ী নদী বাঁচাতে মিছিল বালুরঘাটে

আত্রেয়ীকে বাঁচাতে দুর্যোগ মাথায় নিয়ে মিছিল করলেন বালুরঘাটের মানুষ। শনিবার সন্ধ্যে ৬টা নাগাদ আত্রেয়ী সত্যাগ্রহ মুভমেন্ট কমিটির ব্যানারে শহরের একঝাঁক তরুণ তরুণী নদী বাঁচানোর ডাক দিয়ে মৌনমিছিল বের করেন। সামিল ছিলেন পরিবেশপ্রেমী ও নাট্যকর্মীরাও। মিছিল শুরুর কিছু আগে থেকেই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৫ ০১:৪৫
Share:

মৌনী মিছিল। —নিজস্ব চিত্র।

আত্রেয়ীকে বাঁচাতে দুর্যোগ মাথায় নিয়ে মিছিল করলেন বালুরঘাটের মানুষ। শনিবার সন্ধ্যে ৬টা নাগাদ আত্রেয়ী সত্যাগ্রহ মুভমেন্ট কমিটির ব্যানারে শহরের একঝাঁক তরুণ তরুণী নদী বাঁচানোর ডাক দিয়ে মৌনমিছিল বের করেন। সামিল ছিলেন পরিবেশপ্রেমী ও নাট্যকর্মীরাও। মিছিল শুরুর কিছু আগে থেকেই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি। ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়েই বালুরঘাটের হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে ডানলপ মোড়, বাসস্ট্যান্ড, থানা মোড় হয়ে কল্যাণী সদরঘাটে আত্রেয়ী পাড়ে গিয়ে শেষ হয় মিছিল। কমিটির কনভেনার সুমিত দত্ত বলেন, ‘‘আত্রেয়ীকে বাঁচাতে এদিন থেকে শহরে লাগাতার আন্দোলনের সূচনা হল।’’

Advertisement

তূণীর নাট্যসংস্থার সম্পাদক তথা নাট্যকর্মী যিষ্ণু নিয়োগী বলেন, ‘‘আত্রেয়ীকে নিয়ে আমরা ‘জলপোকা’ নামে একটি নাটক মঞ্চস্থ করে আগেই নদীর শীর্ণ অবস্থা তুলে ধরেছিলাম। এবার রাস্তায় নেমে আন্দোলনের সময়।’’ ইতিমধ্যে আত্রেয়ীর পরিস্থিতি নিয়ে ফেসবুকের মাধ্যমে শহরবাসীর মধ্যে জনমত তৈরির কাজ শুরু করেছে তরুণ-ষুবকের দল। তাদের আহবানে সাড়া দিয়ে ‘দিশারি সংকল্প’ এবং ‘আঙ্গিনা পাখি’ ও ‘পরিবেশ সুরক্ষা কমিটির’ মতো পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা এদিনের মিছিলে সামিল হন। শহরের সঙ্গীত শিল্পীরা আত্রেয়ীর দুর্দশা নিয়ে গান তৈরি করে আজ, রবিবার থেকে শহরের রাস্তায় সচেতনতার প্রচারে নামছেন। তাদের বক্তব্য, আত্রেয়ীকে রক্ষা করতে রাস্তায় নেমে আন্দোলন ছাড়া অন্য কোনও পথ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন