বিধানসভা নিয়ে বার্তা রামদাসের

৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে যেমন ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই উপযুক্ত পরিকল্পনা নিলে আগামী বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সাফল্য পাবে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০২:০৫
Share:

৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে যেমন ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই উপযুক্ত পরিকল্পনা নিলে আগামী বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সাফল্য পাবে বিজেপি। বুধবার দুপুরে মালদহে বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রের সামাজিক ন্যায় বিচার দফতরের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে।

Advertisement

এ দিন দুপুরে পুরাতন মালদহের গৌড় ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাংর কথায়, ‘‘বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ তিনদিনের বাংলা সফরে এসেছেন। তৃণমূল নেতৃত্ব তাঁকে তিনদিনের পাখি বলে কটাক্ষ করেছেন। তিনি তিনদিনের পাখি নন। কেন্দ্রের বার্তা নিয়ে বাংলায় এসেছেন তিনি।’’ তাঁর আশা, ‘‘আমাদের প্রধান মন্ত্রীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। এই স্লোগানকে সামনে রেখেই উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যে সাফল্য মিলেছে। দিল্লি পুরভোটেও সাফল্য মিলেছে। আশা করছি আগামী দিন বাংলাতেও সাফল্য মিলবে।’’

এ দিন দুপুর তিনটে নাগাদ গৌড় ভবনে জেলা পুলিশ, প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় সমাজিক ন্যায় বিচার দফতরের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) পদম সুনম, ডিএসপি দিলীপ হাজরা-সহ একাধিক আধিকারিকেরা। অভিযোগ জানাতে গিয়ে সাধারন মানুষ হেনস্থার মুখে পড়ছেন কি না তা জানতে চান তিনি। সেই সঙ্গে তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা ঠিক মতো সুবিধে কতটা পাচ্ছে তা জানতে চান রামদাস। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের সঙ্গে এ দিনই বিকেলে মানিকচকের নুরপুরে দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রকাশ্য জনসভাও করেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন