রক্তচন্দন আন্দোলনে একজোট

রক্ত চন্দন কাঠ পাচার ইস্যুতে তৃণমূলকে কোণঠাসা করতে যৌথ ভাবে আন্দোলনে নামবে, বিজেপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার দুপুরে হাসিমারাতে তিন দলের প্রতিনিধিরা বৈঠক করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০১:৫৪
Share:

রক্ত চন্দন কাঠ পাচার ইস্যুতে তৃণমূলকে কোণঠাসা করতে যৌথ ভাবে আন্দোলনে নামবে, বিজেপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও গোর্খা জনমুক্তি মোর্চা। রবিবার দুপুরে হাসিমারাতে তিন দলের প্রতিনিধিরা বৈঠক করেন। জানা গিয়েছে, ইতিমধ্যে কালচিনি বিধানসভা ক্ষেত্রে নির্বাচন লড়তে এই তিন দল মিলে কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে কালচিনি বিধান সভা ক্ষেত্রে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উত্তরবঙ্গের সাধারণ সম্পাদক রাজু বরা বলেন, “৩১ জুলাই রাজ্যপালের উদ্দেশে রক্ত চন্দন পাচারের বিষয় সিবিআই তদন্ত দাবী করব।” গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য আনন্দ বিশকর্মা বলেন, “বার বার রক্ত চন্দন পাচারে কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারি পরিবারের নাম জড়াচ্ছে। যাদের বাড়ি থেকে কাঠ উদ্ধার হয়েছে তারাও চম্প্রমারি পরিবারের নাম নিচ্ছে। ৩১ জুলাই কালচিনি চৌপথি থেকে মিছিল করে বিডিও অফিসে সিবিআই তদন্তের দাবিতে স্মারকলিপি দেব।” বিজেপির জেলা সভাপতি গুণধর দাস বলেন, “কর্মী ও স্থানীয় মানুষদের চাহিদা মেনেই এই জোট হয়েছে। আমরা তৃণমূল ও বামেদের আটকাতে লড়াই চালাব।” তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “বিষয়টি আইনি। তা প্রশাসন দেখছে। ওদের জোট নতুন নয়। লোকসভায় একই কায়দায় জোট হয়েছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন