সংশোধনের দাবি

ভুলে ভরা ডিজিটাল রেশন কার্ড অবিলম্বে সংশোধনের দাবি তুলল বিজেপি। ১৫ দিন ধরে হলদিবাড়ির ছ’টি ব্লকে এই কার্ড দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে ৫০ ভাগ বাসিন্দাকে তা দেওয়াও হয়ে গিয়েছে। রেশন কার্ডগুলিতে প্রচুর ভুল ধরা পড়ছে। শুক্রবার বিজেপির জেলা কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন্দ্রনাথ রায় মেখলিগঞ্জ মহকুমার খাদ্য নিয়ামকের কাছে লিখিত ভাবে এই ভুলে ভরা রেশন কার্ডের বিষয়ে অভিযোগ করেন।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:০৭
Share:

ভুলে ভরা ডিজিটাল রেশন কার্ড অবিলম্বে সংশোধনের দাবি তুলল বিজেপি। ১৫ দিন ধরে হলদিবাড়ির ছ’টি ব্লকে এই কার্ড দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে ৫০ ভাগ বাসিন্দাকে তা দেওয়াও হয়ে গিয়েছে। রেশন কার্ডগুলিতে প্রচুর ভুল ধরা পড়ছে। শুক্রবার বিজেপির জেলা কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন্দ্রনাথ রায় মেখলিগঞ্জ মহকুমার খাদ্য নিয়ামকের কাছে লিখিত ভাবে এই ভুলে ভরা রেশন কার্ডের বিষয়ে অভিযোগ করেন। কোচবিহার জেলা খাদ্য এবং সরবরাহ দফতরের নিয়ামক মানিক সরকার বলেন, “অগস্ট মাসের পর সমস্ত রেশন কার্ডের ভুল সংশোধন করে দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement